Monday, September 15, 2025
spot_img

নোটিসঃ আমাদের সকল প্রতিনিধি পার্সোনাল একাউন্ট থেকে নিউজ পাবলিশ করে থাকে, যে-কোনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।

Homeবাংলাদেশশারদীয় দুর্গাপূজা উপলেক্ষে জুড়ীতে মতবিনিময় সভ

শারদীয় দুর্গাপূজা উপলেক্ষে জুড়ীতে মতবিনিময় সভ

মৌলভীবাজার প্রতিনিধিঃ
আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৫ উদযাপনকে সামনে রেখে মৌলভীবাজারের জুড়ী উপজেলায় এক বিশেষ আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ অডিটোরিয়াম সম্মেলন কক্ষে এই গুরুত্বপূর্ণ সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার পুলিশ সুপার এম.কে.এইচ জাহাঙ্গীর হোসেন পিপিএম-সেবা। অতিরিক্ত পুলিশ সুপার কুলাউড়া (সার্কেল) মোঃ আজমল হোসেনের সঞ্চালনায় এবং জুড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ মোরশেদুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জনপ্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
সভায় বক্তব্য রাখেন তৈয়বুন্নেছা খানম সরকারি ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ ফরহাদ হোসেন, উপজেলা বিএনপির সভাপতি হাজী মাসুম রেজা, জুড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু, উপজেলা জামাতে ইসলামের আমির আব্দুল হাই হেলাল, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ডাক্তার মোস্তাকিম হোসেন বাবুল, জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি তাজুল ইসলাম তারা মিয়া, জাতীয় নাগরিক পার্টির জেলা যুগ্ম সমন্বয়কারী আফজাল হোসেন, গোয়ালবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক দিবাকর দাস সহ পূজা উদযাপন পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা সকলেই আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনের জন্য এলাকার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। সভায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments