এসএম রুবেল চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার রাস্তার উন্নয়ন মূলক কাজে ব্যাপক অনিয়ম ও ভুলে ভালে ভরপুর রয়েছে। এমন চিত্র মিলেছে শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর বাজার থেকে শ্যামপুর ইউনিয়ন পরিষদ পর্যন্ত রাস্তার উন্নয়ন মুলক কাজের। উক্ত রাস্তার উন্নয়ন মূলক কাজে বিটুমিনে মাত্রা তিরিক্ত তাপ দেওয়ার ফলে সেখানে চাহিদার বরাদ্দকৃত বিটুমিনের চেয়ে কম পরিমাণ বিটুমিনে কাজ শেষ করা হয়েছে। বাকি টুকু বিটুমিন বাঁচিয়ে রাখতে সহযোগিতা করেছে সহকারী প্রকৌশলী মোঃ সরজ আলী। সরজমিনে গিয়ে জানা গেছে, গার্ডপোষ্টে ঠিকমতো রং করা হয়নি, বসানো হয়েছে আঁকাবাঁকা করে, ঠিকমতো না বসানোর কারণে গার্ডপোষ্ট নড়বড় করতে দেখা গেছে। স্কুল থেকে প্রায় ৪০ মিটার দুরে সাইনবোর্ড বসানোর নিয়ম থাকলেও সেটি স্কুলের সংলগ্নে রাস্তার ধারে বসানো হয়েছে। দুর্লভপুর বাজার সংলগ্নে ড্রেনের কাজে রড বাড়িয়ে রাখা হয়েছে যা মানুষের চলাচলে ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে।
শিবগঞ্জ উপজেলা সহকারী প্রকৌশলী মোঃ সরজ আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি এড়িয়ে যাওয়ার চেষ্টা করে বলেন, আমি বলতে পারবো না আমার জানা নেই, যদি এসব সমস্যা থাকে তাহলে ঠিক করে দিতে বলবো।
সার্ভেয়ার আঃ হাকিমের সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি দেখবো বলে জানিয়েছেন।
এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী মোঃ হারুন অর রশিদ জানান, বিষয়টি জানলাম দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।