এসএম রুবেল
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ২০২২-২৩ অর্থবছরে খরিফ-২/২০২৩-২৪ মৌসুমে প্রণোদনার আওতায় ৫২৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের সহায়তার জন্য আমন ধান ও গ্রীষ্মকালীন পেঁয়াজ ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২০ জুন) বিকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এসব বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সংসদ সদস্য ডা.সামিল উদ্দিন আহমেদ শিমুল। এ সময় তিনি বলেন,বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। কৃষকদের ভাগ্য উন্নয়নে নিরলসভাবে কাজ করছে সরকার। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াতের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শরিফুল ইসলাম। উপসহকারী কৃষি কর্মকর্ত আজম আলীর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবদুল্লাহ আল আজাদীসহ অন্যরা। অনুষ্ঠানে রোপা আমনের ২’শ জন কৃষকের প্রত্যেককে পাঁচ কেজি ধান বীজ,দশ কেজি ডিএপি, দশ কেজি এমওপি ও ৩২৫ জন কৃষকের প্রত্যেককে পেঁয়াজ উৎপাদনের জন্য এক কেজি বীজ, ২০ কেজি ডিএপি ও ২০ কেজি এমওপি সার দেয়া হয়।
সম্পাদক ও প্রকাশকঃ সেলিম খান, নির্বাহী সম্পাদকঃ শেখ রবিউল ইসলাম আজম। যোগাযোগঃ ০১৮১১-২০২৫৩৩
বিঃদ্রঃ আমাদের সকল প্রতিনিধি নিজস্ব একাউন্ট থেকে স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করতে পারে, যে-কনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।