সুমন কুমার বুলেট নওগাঁ জেলা প্রতিনিধি:
শেষ ধাপে নওগাঁর তিনটি উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ভোট গণনা শেষে বুধবার রাতে ভোটের ফলাফল ঘোষণা করা হয়। প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন নওগাঁ সদর উপজেলায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. মাহবুবুল হক কমল, মহাদেবপুর উপজেলা যুবলীগের নেতা মাসুদুর রহমান মাসুদ, এবং মান্দায় তোফাজ্জল হোসেন তোফা। বেসরকারিভাবে তাদের বিজয়ী ফলাফল ঘোষণা করেন স্ব স্ব উপজেলা সহকারী রিটার্নিং ও উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ।
নওগাঁ সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. মাহবুবুল হক কমল আনারস প্রতীকে ৪১হাজার ১৮৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক ঘোড়া প্রতীকে পেয়েছেন ২৯হাজার ৩৭ভোট। মহাদেবপুর উপজেলা যুবলীগের নেতা মাসুদুর রহমান মাসুদ আনারস প্রতীকে ৪১হাজার ৮৫৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মরহুম আহসান হাবিব ভোদনের সহধর্মিণী আয়েশা বেগম দোয়াত কলম প্রতীকে পেয়েছেন ২৭হাজার ৩৫ ভোট এবং মান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তোফা হেলিকপ্টার প্রতীকে ২৪ হাজার ৮৪৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডা: মাহফুজুর রহমান নয়ন আনারস প্রতীকে পেয়েছেন ২৪ হাজার ২২১ ভোট। মাত্র ৬শত ২৮ ভোটের ব্যবধানে এ উপজেলায় বিজয়ী হয়েছেন তোফা।
মহাদেবপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা আহসান হাবিবকে ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতির পুত্রবধূ মারজিয়া সুলতানা তৃষা। বুধবার (৫ জুন) ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চতুর্থ দফায় উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার আল মামুন সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট শেষে নিজ অফিসে ফলাফল ঘোষণা করেন।
উপজেলা নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে মাসুদুর রহমান মাসুদ ৪১ হাজার ৮৫১ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক মরহুম আহসান হাবিব ভোদান এর স্ত্রী আয়শা বেগম দোয়া কলম মার্কায় ২৭ হাজার ৫ ভোট পেয়েছেন। এ ছাড়া উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন মন্ডল কাপ-পিরিচ মার্কায় ২০ হাজার ৪৬০ ভোট, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শহিদুল ইসলাম মোটরসাইকেল মার্কায় ৪৩৪ ভোট, এনজিও কর্মী ওবায়দুল হক বাচ্চু ঘোড়া মার্কায় ৩৪০ ভোট
২৭ হাজার ৭৪৭ ভোট পেয়ে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব। তার নিকটতম প্রতিদ্বন্দী মামুনুর রশিদ বৈদ্যুতিক বাল্ব মার্কায় ১৫ হাজার ৫৪৩ ভোট পেয়েছেন। এ ছাড়া টিউবওয়েল মার্কায় আলমগীর হোসেন ১৫ হাজার ৪৯৪ ভোট, তালা মার্কায় চন্দন কুমার বর্মণ ১১ হাজার ৯৭২ ভোট, মাইক মার্কায় তিমথিয়া রায় ১০ হাজার ৯৪৪ ভোট এবং বিমান মার্কায় মাহমুদুল ইসলাম নয়ন ৫ হাজার ৮১৮ ভোট।
হাঁস মার্কায় ৩৮ হাজার ৫৪৩ ভোট পেয়ে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হলেন মারজিয়া সুলতানা তৃষা। তার নিকটতম প্রতিদ্বন্দী পরিমিতা মঞ্জুরি মন্ডল লাবনী পদ্মফুলে ২৩ হাজার ৬৮২ ভোট পেয়েছেন। এ ছাড়া সেলাই মেশিন মার্কায় তাশলিমা খাতুন ১৪ হাজার ৪৪০ ভোট, সদ্য সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি বাটি মার্কায় ৬ হাজার ৭০২ ভোট এবং নাইস ফুটবল মার্কায় নাবিয়া সুলতানা নাইস ৪ হাজার ৩১৫ ভোট।
উপজেলার ১০টি ইউনিয়নের ৮৪টি কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা। মোট ২ লাখ ৫০ হাজার ৬৬২ জন ভোটারের মধ্যে ৯৪ হাজার ২৮ জন ভোটের অধিকার প্রয়োগ করেছেন। কাস্টিং ভোট ছিল ৩৭.৫১ শতাংশ। পুরো উপজেলায় শান্তিপূর্ণ ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। ভোটের দিন শান্তি শৃংখলা বজায় রাখতে ১০ ইউনিয়নে ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট পর্যাপ্ত সংখ্যক থানা পুলিশ,আনসার-ভিডিপি,বিজিবি সহ স্ট্রাইক ফোর্স হিসেবে কাজ করেন।
উল্লেখ্য এই উপজেলায় আগামী ৮ মে প্রথম ধাপের নির্বাচন হওয়ার কথা ছিল। তবে ২০ মে নির্বাচনে প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব ভোদন সড়ক দুর্ঘটনায় আহত হয়ে মারা গেলে নির্বাচন কমিশন এখানকার সকল নির্বাচনী কার্যক্রম বাতিল করে চতুর্থ ধাপের পুনঃনির্ধারিত ঘোষণা দেয়।
গতরাতে জেলা প্রশাসকের মিডিয়া সেলে এক বার্তার মাধ্যমে জেলা প্রশাসক গোলাম মওলা জানান, নওগাঁ সদরে ভোট পড়েছে ২০ দশমিক ৭৯ শতাংশ, মহাদেবপুরে ৩৭ দশমিক ১০ শতাংশ এবং মান্দায় ২৭ দশমিক ১৯ শতাংশ।