শ্বশুরবাড়ি থেকে প্রতারিত হয়েছেন ভুক্তভোগী মোসাম্মাৎ শাহিনুর খাতুন।।
মোছাঃ শাহিনুর খাতুন, প্রিতা মৃত আব্দুল হামিদ মাতা মোসাম্মৎ কুলসুম খাতুন গ্রাম ফাজিল নগর ডাকঘর প্রতাপ হাট উল্লাপাড়া সিরাজগঞ্জ, শাহিনুর জানান, মোঃ রুহুল আমিন পিতা মোঃ আব্দুল মালেক গ্রাম মাছ কাটা চাটমোহর পাবনা, শাহিনুর খাতুন বলেন, শশুর একজন লোভী প্রকৃতির লোক, সে সব সময়ের জন্য তার স্ত্রীকে দিয়ে এবং সে নিজেও ভুক্তভোগী শাহিনুর খাতুন কে যৌতুকের দাবিতে মারপিট, এবং খাবারের কষ্ট দেয়, শ্বশুর বাড়ির পরিবার সব সময় জন্যই তাকে গালিগালাজ করে, এমনকি তার দুই বছরের শিশু সন্তানকে ভরণপোষণের জন্য কোন দায়িত্বভার গ্রহণ করেনা, বলে যে বাবার বাড়ি থেকে খরচ নিয়ে এসে সন্তানকে প্রতিপালন করো, এক পর্যায়ে শাহিনুর খাতুন কে মারপিট করে শিশু সন্তান সহ বাড়ি থেকে বের করে দেওয়া হয়, বাবার বাড়িতে শাহিনুর খাতুন চলে আসলে প্রায় দুই বছর যাবত কোন খোঁজ খবর নেন না, এদিকে শাহিনুর খাতুন এর বড় ভাই, মোঃ আব্দুল করিম, তিনি দুই বছর যাবত সন্তানসহ বোনকে ভরণপোষণ করে আসছেন, আব্দুল করিম জানান, বোন এবং ছোট্ট শিশু ভাগ্নীকে নিয়ে তার পরিবার পরিচালনা করতে খুবই কষ্ট হচ্ছে,, আব্দুল করিম বারবার বোনের শ্বশুরবাড়িতে যোগাযোগ করার পরেও কোন ফলাফল পাওয়া যায়নি, তিনি এই বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে আইনের সহযোগিতার জন্য দ্বারস্থ হয়েছেন,
সম্পাদক ও প্রকাশকঃ সেলিম খান, নির্বাহী সম্পাদকঃ শেখ রবিউল ইসলাম আজম। যোগাযোগঃ ০১৮১১-২০২৫৩৩
বিঃদ্রঃ আমাদের সকল প্রতিনিধি নিজস্ব একাউন্ট থেকে স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করতে পারে, যে-কনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।