মোঃ নাজমুল ইসলাম, ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ
গত ২৬ নভেম্বর ২০২৪ খালেদ মাহমুদ সুজন সম্পাদিত অনিবদ্ধিত “সংবাদ ভূমি” নিউজ পোর্টালে” অনিয়মের অভিযোগে অধ্যক্ষ থেকে সাংবাদিক সংগঠনের চাঁদা আদায় শিরোনামে প্রকাশিত সংবাদটির প্রতি “ঈশ্বরদী বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্য পরিষদের দৃষ্টি আকৃষ্ট করেছে।
প্রকাশিত সংবাদটিতে অর্থসংক্রান্ত বিষয়ে যে তথ্য তুলে ধরা হয়েছে তা শুধু মিথ্যাই নয় রীতিমত মানহানিকর। উল্লেখিত সংবাদটি প্রকাশের পর অত্র ঈশ্বরদী বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্য পরিষদের পক্ষ থেকে তাৎক্ষনিক সত্যতা যাচায়ের জন্য তথ্য অনুসন্ধান চালিয়ে বিষয়টির সত্যতা পাওয়া যায় নি।
এ ব্যাপারে ঈশ^রদী সরকারি কলেজের মানানীয় অধ্যক্ষ এস.এম রবিউল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, সংবাদটি সর্বোই মিথ্যা। আমার সঙ্গে কোন সাংবাদিক সংগঠনের অর্থ আদান-প্রদানরে মত কোন ঘটনা ঘটেনি। প্রকাশিত সংবাদের অর্থ সংক্রান্ত বিষয়টি উক্ত সাংবাদিকদের মনগড়া কাল্পনিক ছাড়া কিছু না। অধ্যক্ষের বক্তব্য আমাদের মোবাইলে রেকর্ড ভুক্ত রয়েছে। তবে ধারনা করা হচ্ছে যখন ঈশ্বরদী বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্য পরিষদ সকল ক্ষেত্রে বৈষম্যের বিরুদ্ধে কাজ করছে ঈশ্বরদীর বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডে গিয়ে ভূমিকা রাখছে ঠিক তখনই এক শ্রেণীর সুবিধাবাদী চরিত্রের মানুষ এই সাংবাদিক সংগঠনকে কুলশিত করার ব্যস্ত। প্রসঙ্গক্রমে উল্লেখ্য ঈশ^রদী পৌর সভার লাগামহীন ট্যাক্স বাতিল করে ২০% হারে ট্যাক্স বৃদ্ধিকরন, অন্ধকার ঈশ^রদী শহরকে আলোকিত করা, ঈশ^রদী পৌরসভার সুন্দর্য্যমন্ডিত করার জন্য সড়ক আইল্যান্ড সুন্দর্য্যকরন, ঈশ^রদী পৌরসভার চলাচলের অনুপোযোগী সড়ক নির্মান, ড্রেনেজ পরিস্কার পরিচ্ছন্নতাকরন, ঈশ^রদী বাস টার্মিনাল উন্নয়ন পরিকল্পনা গ্রহন, ঈশ^রদী হাসপাতাল চিকিৎসা ব্যবস্থা উন্নয়নে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কার্যকরী পদক্ষেপ গ্রহণ। অহরহ বিদ্যুতের লোডশোর্ডি সহনীয় পর্যায়ে নিয়ে আসার জন্য নেসকোর নির্বাহী প্রকৌশলীর সঙ্গে বৈঠক এবং কার্যকরী পদক্ষেপ গ্রহণ, ঈশ্বরদী ড্রাগিস্ট সমিতির সঙ্গে বৈঠকে ঔষধের দাম এর সমন্বয় বিধানের জন্য এমআরপি এর উপর ৫% ছাড় প্রদানের সিদ্ধান্ত, চিত্রা এক্সপ্রেস ট্রেনটির রুট পরিবর্তন এর বিরুদ্ধে রেলের সচিব মহোদয়ের সঙ্গে ফলপ্রস আলোচনার মাধ্যমে তা কার্যকর করনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন সহ ঈশ^রদী থানা প্রশাসনের সঙ্গে ঈশ^রদীর সার্বিক আইন শৃঙ্খলা নিয়ে মতবিনিময় ছিল ঈশ্বরদী বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্য পরিষদের উল্লেখযোগ্য কার্যক্রম। তাছাড়া আগামীতে ঈশ^রদীর আরোও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কার্যক্রম পরিচালনা প্রক্রিয়াধীন রয়েছে। এই অবস্থায় উল্লেখিত সংবাদ ভূমির প্রকাশিত সংবাদটি মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্যমূলক সর্বপরি মানহানিকর।
ঈশ্বরদী বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্য পরিষদের আহবায়ক আলহাজ্ব আব্দুল্লাহ আল ওমর খান (সুমার খান) বলেন, আমি ঈশ্বরদী বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্য পরিষদের পক্ষ থেকে আহবায়ক হিসাবে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। এদিকে এ মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্যমূলক সংবাদ প্রকাশের বিরুদ্ধে উকিল নোটিশ সহ সরকারের “সার্ভার ক্রাইম এ্যাক্ট” আইনে মামলা দায়েরের প্রক্রিয়া শুরু হয়েছে।