Tuesday, September 16, 2025
spot_img

নোটিসঃ আমাদের সকল প্রতিনিধি পার্সোনাল একাউন্ট থেকে নিউজ পাবলিশ করে থাকে, যে-কোনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।

Homeবাংলাদেশসড়ক দুর্ঘটনায় গুরুতর আহত পদ্মা লাইভ’র সম্পাদক’কে দেখতে যান সাংসদ ছলিম

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত পদ্মা লাইভ’র সম্পাদক’কে দেখতে যান সাংসদ ছলিম

সুমন কুমার ঘোষ বুলেট নওগাঁ জেলাঃ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত পদ্মা লাইভ’র সম্পাদক,আজকের বসুন্ধরা পত্রিকার জেলা প্রতিনিধি, দৈনিক আমাদের রাজশাহী পত্রিকার স্টাফ রিপোর্টার কবি মো.আককাস আলী’র শারীরিক অবস্থার বিষয় খোঁজখবর নিতে ছুটে আসেন নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার সেলিম। মঙ্গলবার ১৩ ডিসেম্বর রাত ১০দিকে
মোহাম্মদপুর ঢাকা উদ্যান এলাকায় কবির মেয়ে জামাই বাড়িতে অবস্থান করছেন, কবি মো. আককাস আলী। সেখানেই সশরীরে দেখতে যান নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার সেলিম। তিনি কবির জন্য প্রাণ খুলে দোয়া আল্লার দরবারে।
উল্লেখ গত-২৭ নভেম্বর ২০২২ রাজশাহী থেকে মোটরসাইকেল যোগে তাঁর নিজ গ্রামের বাড়ি নওগাঁ মহাদেবপুর যাওয়ার পথে নওগাঁ মান্দা এলাকায় এক অদক্ষ মোটরসাইকেল চালক পিছন দিক থেকে ধাক্কা দেয়। সেখানেই জ্ঞান হারিয়ে ফেলেন পদ্মা লাইভ’র সম্পাদক মো. আককাস আলী,এসময় আশেপাশের উপস্থিত সাধারণ মানুষ তাকে উদ্ধার করে রাজশাহী হাসপাতালে পাঠান ।তারপরে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে প্রথম অস্ত্র পাচার করা হলেও পরবর্তীতে আবারও অস্ত্র পাচারের প্রয়োজন হলে তাকে ঢাকা সেন্ট্রাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় সেখানেই তার ২য় অস্ত্র পাচার সম্পন্ন হয়।
এখন তিনি শারীরিকভাবে সুস্থতা অর্জন করেছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments