[০৮ ডিসেম্বর ২০২৪ খ্রিঃ]
আজ ০৮ ডিসেম্বর ২০২৪ খ্রি: সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে সহকারী পুলিশ সুপার (কেপিআই), সিরাজগঞ্জ জনাব মোঃ রাফিউর রহমান এঁর বদলীজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ ফারুক হোসেন মহোদয়।
সেখানে আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস্), জনাব মোঃ শামছুল আজম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), সিরাজগঞ্জসহ অন্যান্য অফিসারগণ। তার বিদায়ী অতিথির বিভিন্ন কর্মদক্ষতার নিদর্শন তুলে ধরেন এবং একসাথে কাজ করার বর্ণিল স্মৃতিচারণ করেন। বিদায়ী অতিথির স্মৃতি রোমন্থনে উপস্থিত সকলেই আবেগাপ্লুত হন।
পরবর্তীতে পুলিশ সুপার মহোদয় জেলা পুলিশ সিরাজগঞ্জের পক্ষ থেকে বিদায়ী অতিথিকে সংবর্ধনা স্মারক উপহার দেন। পুলিশ সুপার মহোদয়সহ অনুষ্ঠানে উপস্থিত সকলেই বিদায়ী অতিথির ভবিষ্যতের জন্য নিরঙ্কুশ শুভকামনা জ্ঞাপন করেন। সহকারী পুলিশ সুপার (কেপিআই), সিরাজগঞ্জ জনাব মোঃ রাফিউর রহমান একজন সৎ, দক্ষ ও মেধাবী পুলিশ অফিসার হিসেবে সিরাজগঞ্জ জেলায় সুনামের সাথে চাকুরী করেছেন। জেলা পুলিশের পক্ষ থেকে তাঁর প্রতি অকৃত্রিম শ্রদ্ধা ও শুভকামনা।