মোহাম্মদ সাইদ (স্টাফ রিপোর্টার): জামালপুরের বকশিগঞ্জে বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকম ও একাত্তর টেলিভিশনের সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার দ্রুত বিচারের দাবিতে কেরানীগঞ্জে উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন করা হয়েছে।
মঙ্গলবার (২০জুন) দুপুর ১২.৩০ মি. ঢাকার কেরানীগঞ্জে কদমতলি গোলচত্বর এ মানববন্ধন করা হয়। এতে বক্তব্য রাখেন, কেরানীগঞ্জে উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক মজিবর রহমান, সিনিয়র সাংবাদিক ফারুক আহমেদ, মোহাম্মদ সাইদ,রানা আহমেদ, শামসুল ইসলাম সনেট, সোহাগ খান, শিপন উদ্দিন, আরিফ সম্রাট ।
মানববন্ধনে বক্তারা সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার দ্রুত দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান। আগামীতে আর কোথাও যেন সাংবাদিক হত্যা বা নির্যাতনের শিকার না হন, সাগর রুনিসহ অতীতে অনেক সাংবাদিক হত্যার শিকার হয়েছে। তাদের বিচার এখনো হয়নি। সত্যের পক্ষে লিখতে গিয়ে এখন আবার সাংবাদিক গোলাম রব্বানি নাদিম হত্যা শিকার হয়েছেন।
সরকারের কাছে আহ্বান জানাব গ্রেপ্তারের নামে যেন কোনো নাটক যেন সাজানো না হয়। এই হত্যাকাণ্ডেরও যদি বিচার না হয়, তাহলে সাংবাদিক সমাজ শঙ্কিত হয়ে পড়বে।সে ব্যাপারে হুঁশিয়ারি দেন। মানববন্ধনে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মজিবর রহমান।
কেরানীগঞ্জে উপজেলা প্রেসক্লাবের যুগ্ন-সাধারন সম্পাদক মাসুম পারভেজের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, কেরানীগঞ্জে উপজেলা প্রেসক্লাবের অন্যতম উপদেষ্টা কাওসার আহমেদ, সাংবাদিক প্রদীপ কুমার বর্মণ, বেলায়েত হোসেন, ইমরুল কায়েস, শাহ আলম সাগর সহ আরও অনেকে।
বক্তব্যে সাংবাদিকরা বলেন, আমরা সাংবাদিক নাদিম হত্যার নিন্দা ও তীব্র প্রতিবাদ জানাচ্ছি।অভিলম্বে দোষীদের বিচারের আওয়াতায় এনে সর্বোচ্চ শাস্তি মৃত্যদণ্ড দেওয়ার জোড়ালো দাবী ।
সম্পাদক ও প্রকাশকঃ সেলিম খান, নির্বাহী সম্পাদকঃ শেখ রবিউল ইসলাম আজম। যোগাযোগঃ ০১৮১১-২০২৫৩৩
বিঃদ্রঃ আমাদের সকল প্রতিনিধি নিজস্ব একাউন্ট থেকে স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করতে পারে, যে-কনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।