মোঃ আঃ জলিল মন্ডল(ক্রইম)রিপোর্টার গাইবান্ধাঃ
সারাদেশে চিকিৎসক নিগ্রহের বিরুদ্ধে গতকাল রোববার গাইবান্ধা জেনারেল হাসপাতালের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। ওজিএসবি’র উদ্যোগে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। মানববন্ধনে গাইবান্ধা সিভিল সার্জন ডা: আব্দুল্যাহেল মাফি, জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: মাহাবুব হোসেনসহ জেলা ও উপজেলার চিকিৎসকরা উপসি'ত ছিলেন।
ডা: তাহেরা আকতার মনির সভাপতিত্বে ও ডা: মঞ্জুরুল হাসান সৌরভের সঞ্চালনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ চলাকালে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা স্বাচিপের আহবায়ক ও জেলা বিএমএ’র সাধারণ সম্পাদক ডা: নজরুল ইসলাম, রংপুর বিভাগীয় সাবেক পরিচালক (স্বাস্হ্য)ডা: অমল চন্দ্র সাহা, গাইবান্ধা জেলা স্বাচিপের সদস্য সচিব ও জেলা বিএমএ’র যুগ্ম সাধারণ সম্পাদক ডা: মো. শাহিনুল ইসলাম মন্ডল, জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট (কার্ডিলজি) ডা: এমএ সালেহ, গাইনী কনসালটেন্ট ডা: শামীমা বেগম শিউলী, ডা: রিসাত রুম্মান, গোবিন্দগঞ্জের ইউএইচ এন্ড এফপিও ডা: জাফরিন জাহেদ জিতি, শিশু রোগ বিশেষজ্ঞ ডা: লেলিন, ডা: নাজমুস সাকিব প্রমুখ।
বক্তারা বলেন, চিকিৎসা সংক্রান্ত জটিলতাকে ‘ভুল চিকিৎসা’ বলা বন্ধ করুন, ‘হত্যাকারী নয়’ চিকিৎসাসেবা সংক্রান্ত সংবাদ প্রকাশে চাই দায়িত্বশীল সাংবাদিকতা, চিকিৎসক বিপদের বন্ধু, তাদের পাশে দাঁড়ান, চিকিৎসক বান্ধব স্বাস্হ্য সুরক্ষা আইন চাই, মুমুর্ষ রোগীর সেবায় চিকিৎসকের নিরাপত্তা নিশ্চিত করুন।
সম্পাদক ও প্রকাশকঃ সেলিম খান, নির্বাহী সম্পাদকঃ শেখ রবিউল ইসলাম আজম। যোগাযোগঃ ০১৮১১-২০২৫৩৩
বিঃদ্রঃ আমাদের সকল প্রতিনিধি নিজস্ব একাউন্ট থেকে স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করতে পারে, যে-কনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।