সিরাজগঞ্জের তাড়াশে বসতবাড়ীর সিমানা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় বসতবাড়ী ভাংচুর করা হয়েছে।বৃহস্পতিবার সকাল ১০ টার সময় তাড়াশ উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের দক্ষিন শ্যামপুর গ্রামে এই ঘটনা ঘটে। ঘটনাস্থানে বিজয় টিভির প্রতিনিধি এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার বাসক সাধারণ সম্পাদক তাড়াশ থানার আলহাজ্ব রনি বিষয়টি নিশ্চিত করেছেন এছাড়াও-
এলাকাবাসী সূত্রে জানা যায়,শ্যামপুর গ্রামের মৃত আয়েন এর ছেলে আবু বক্কার সিদ্দিক দীঘ দিন ধরে বাড়ীতে বসবাস করে আসছে। বসতবাড়ীর সিমানা নিয়ে আপন দুই ভাইয়ের মধ্যে গত ১ বছর দরে বিরোধ চলে আসছিল। গতকাল বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকার সময় আমি বাড়ী না থাকায় আমার বড় ভাই মো. মজিবর রহমান ভাতিজা সেলিম প্রা ও সোহেল রানা আমার বাড়ীতে এসে আমার স্ত্রী মিনতী খাতুনকে বলে,তোমাদের ঘর আমাদের জায়গার মধ্যে আসছে। আমার স্ত্রী বড় ভাইকে বলে আমরা আমাদের দলিলকৃত জায়গার মধ্যেই ঘরবাড়ী করে দীর্ঘ দিন ধরে বসবাস করে আসছি।আমার স্ত্রী এ কথা বলার সাথে সাথে আমার বড় ভাই অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে।আমার স্ত্রী গালীগালাজ করতে নিষেধ করিলে তারা রাগানি¦ত হয়ে লাটি শোটা হাতে নিয়ে এলোপাতারি ভাবে কিল ঘুষি মেরে ফুলা জখম করে,আমার স্ত্রীকে মাটিতে ফেলে দেয় এবং আমার বাড়ীর ভিতর ঢুকে ভাই ও ভাতিজা সাবল ও হাসুয়া দিয়ে আমার ঘর বাড়ী ভাংচুর করে ফেলে। পরে ভাই ভাতিজা আমার ঘরের ভিতর জোরপূর্বক ঢুকে আমার বাড়ীতে থাকা ২,০০,০০০/=টাকা টাংক ভেঙ্গে নিয়ে চলে যায় এবং আমার স্ত্রীকে বিভিন্ন প্রকার ভয়ভীতি ও মারার হুমকি দেয়।
এ বিষয় তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সহিদুল ইসলাম বলেন,এখনো অভিযোগ পাইনাই। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।#