মো: সোহরাওয়ার্দী হোসেন
ভাম্যমান প্রতিনিধি সিরাজগঞ্জ :
সিরাজগঞ্জের বেলকুচিতে পৌরসভার ১ নং ওয়ার্ডের কাউন্সিলর (প্যানেল মেয়র ২) মাহবুবুল আজাদ তারেক সরকারের উপর, সাবেক কাউন্সিলর সোবহান মেম্বারের ছেলে শাহাদত হোসেন মুন্না কর্তৃক গত ৩০ মে মঙ্গলবার হামলার প্রতিবাদে, ৪ঠা জুন ২০২৩ রোবিবার দুপুরে উপজেলা স্থানীয় সরকারের জনপ্রতিনিধি ফোরামের সভাপতি ও বড়ধুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আছির উদ্দিন মোল্লার সভাপতিত্বে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম সাজেদুল, বেলকুচি পৌর মেয়র মোঃ সাজ্জাদুল হক রেজা, রাজাপুর ইউনিয়ন চেয়ারম্যান ও জনপ্রতিনিধি ফোরামের সাধারণ সম্পাদক মোছাঃ সোনিয়া সবুর আকন্দ, বেলকুচি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর্জা মোহাম্মদ সোলায়মান হোসেনসহ ফোরামের নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তারা বলেন, ইতঃপূর্বে শাহাদাত হোসেন মুন্না এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ চালিয়েছেন এবং নির্বাচনকে কেন্দ্র করে মাননীয় সংসদ সদস্য আব্দুল মমিন মন্ডলের প্রত্যাক্ষ নির্দেশে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড করে শান্তিশৃঙ্খলা বিনষ্ট করছে। এছাড়া বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেনের পক্ষপাতিত্বের কারনে সন্ত্রাসীরা নির্ভয়ে তাদের সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। এই সন্ত্রাসীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করছি।
উল্লেখ্য, কাউন্সিলরের উপর হামলার প্রতিবাদে গত ৩১মে-২০২৩ উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন স্থানীয় সরকারের জনপ্রতিনিধি ফোরাম। তারই ধারাবাহিকতায় আজকে তারা মানববন্ধন কর্মসূচি পালন করেন।
এদিকে মামলার প্রধান আসামী শাহাদাত হোসেন মুন্না সহ সকল আসামি ৪ঠা জুন রোবিবার সকালে সিরাজগঞ্জের নিম্ন আদালতে হাজিরা দিয়ে জামিন প্রার্থনা করলে আদালত তাদের জামিন মঞ্জুর করেন বলে দাবি করেন মামলার প্রধান আসামী শাহাদাত হোসেন মুন্না।
সম্পাদক ও প্রকাশকঃ সেলিম খান, নির্বাহী সম্পাদকঃ শেখ রবিউল ইসলাম আজম। যোগাযোগঃ ০১৮১১-২০২৫৩৩
বিঃদ্রঃ আমাদের সকল প্রতিনিধি নিজস্ব একাউন্ট থেকে স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করতে পারে, যে-কনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।