প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৫, ২০২৪, ৮:০৯ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১২, ২০২৩, ১১:৪৯ এ.এম
সিরাজগঞ্জে জামায়াতের ইউনিট সভাপতি-সেক্রেটারি সম্মেলন অনুষ্ঠিত।মো:সোহরাওয়ার্দী হোসেন বিশেষ প্রতিনিধি,সিরাজগঞ্জবাংলাদেশ জামায়াতে ইসলামী’র সহকারী সেক্রেটারি জেনারেল মাওঃ আব্দুল হালিম বলেছেন; মানবতার মুক্তি ও একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় জামায়াতের তৃণমূল দায়িত্বশীলদেরকেই পরিকল্পিতভাবে কাজ করতে হবে। ঈমানের দাবী পূরণ ও আখেরাতে নাজাতের জন্য নিজেদের নৈতিক মান সমৃদ্ধ করার পাশাপাশি নিয়মিত দাওয়াতী কাজ ও সংগঠন সম্প্রসারণে ইউনিট সভাপতি পর্যায়ের দায়িত্বশীলদেরকেই মূখ্য ভূমিকা পালন করতে হবে।সেইসাথে,একটি গ্রহনযোগ্য নির্বাচনের জন্য কেয়ারটেকার সরকারের চলমান আন্দোলনে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে।আজ শুক্রবার,সিরাজগঞ্জ জেলা জামায়াতে ইসলামী’র উদ্যোগে আয়োজিত ইউনিট সভাপতি সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতা’য় তিনি এ কথা বলেন। কেন্দ্রীয় মজলিশে শু’রা সদস্য ও সিরাজগঞ্জ জেলা ভারপ্রাপ্ত আমীর মাওঃ আব্দুস্ ছালামের সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চূয়াল সম্মেলনে প্রায় দু’শহাস্রাধিক ইউনিট সভাপতি ও সেক্রেটারীসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলগন অংশগ্রহণ করেন। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন;কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মোঃ শাহাবুদ্দিন। সিরাজগঞ্জ জেলা সেক্রেটারি অধ্যাপক মাওঃ জাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে অন্যান্যো’র মাঝে আরো বক্তব্য রাখেন; কেন্দ্রীয় মজলিশে শু’রা সদস্য ও বগুড়া অঞ্চল টীম সদস্য অধ্যাপক নজরুল ইসলাম ও কেন্দ্রীয় মজলিশে শু’রা সদস্য,জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মোঃ আলী আলম প্রমূখ।সম্মেলনে প্রধান অতিথি সহকারী সেক্রেটারি জেনারেল মাওঃ আব্দুল হালিম বলেন,যার যার দায়িত্ব সম্পর্কে আল্লাহর কাছে বিশেষভাবে প্রশ্নের মুখোমুখি হতে হবে। তিনি নবী ও সাহাবীদের উদ্ধৃতি দিয়ে আরো বলেন,যুগে যুগে নবী ও রাসূলগণ তাদের দায়িত্ব ও দ্বীনের পথে ভূমিকা ছিল ঐতিহাসিক। তিনি,উপস্থিত ইউনিট সভাপতি ও সেক্রেটারিকে ইসলামী আন্দোলনের পথে নবী ও রাসুল গনের উত্তরসরি হিসেবে সেই দায়িত্ব পালন,নিজেদেরকে আদর্শ ও নৈতিক মানে সমৃদ্ধ করারও আহবান জানান। সম্মেলনের প্রধান অতিথি মাওঃ আব্দুল হালিম তাঁর বক্তৃতায়, গ্রেফতারকৃত আমীরে জামায়াত ডা.শফিকুর রহমান,নায়েবে আমীর মাওঃ আ,ন,ম শামসুল ইসলাম, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার,উল্লাপাড়া ও সিরাজগঞ্জের কৃতিসন্তান জামায়াতের সহকার জেলারেল মাওঃ রফিকুল ইসলাম খাঁন ও সিরাজগঞ্জ জেলা আমীর মাওঃ শাহীনূর আলমসহ আটককৃত সকল নেতা-কর্মীর মুক্তি দাবী করে জালিম সরকারের জুলুম-নির্যাতন বন্ধ এবং চলমান কেয়ারটেকার সরকারের ফর্মূলায় একটি গ্রহনযোগ্য নির্বাচন দিতে অবৈধ তথাকথিত আ’লীগ সরকারকে বাঁধ্য করতে চলমান আন্দোলন ও আগামীতে কেন্দ্র ঘোষিত সকল কর্মসূচী বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে ময়দানে ঝাঁপিয়ে পড়ার এবং বলিষ্ঠ ভূমিকা পালনের উদাত্ত আহ্বান জানান। সম্মেলনে বিশেষ অতিথি কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন,দ্বীন কায়েমের আন্দোলনকে বেগবান ও বিজয়ী আদর্শ হিসেবে প্রতিষ্ঠিত করতে ইউনিট দায়িত্বশীলদেরকে তৃণমূল সংগঠন (ইউনিট) শক্তিশালী ও দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে নিজেদের জান-মাল কুরবানী করার মানষিকতা নিয়ে ময়দানে ভূমিকা পালনের আহবান জানান। সম্মেলনের সভাপতি,কেন্দ্রীয় মজলিশে শু’রা সদস্য,জেলা ভারপ্রাপ্ত আমীর মাওঃ আব্দুস্ ছালাম,সম্মেলন সফল করতে যারা অক্লান্ত পরিশ্রম ও ভূমিকা পালন করেছেন,তাদেরসহ উপস্থিত সকল ইউনিট দায়িত্বশীলকে ধন্যবাদ জানিয়ে সংগঠনকে আরো গতিশীল করতে ইউনিট সভাপতিওসেক্রেটারিদেরকে ময়দানে জোরালো ভূমিকা পালনের উদাত্ত আহ্বান জানান এবং কারাগারে আটক জেলা আমীর অধ্যক্ষ মাওঃ শাহীনূর আলমসহ আটক সকল নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তি দাবী করেন।উল্লেখ্য, ইউনিট সংগঠন হল,ওয়ার্ড সংগঠনের অধীনে জামাতের সর্বনিম্ন।
সম্পাদক ও প্রকাশকঃ সেলিম খান, নির্বাহী সম্পাদকঃ শেখ রবিউল ইসলাম আজম। যোগাযোগঃ ০১৮১১-২০২৫৩৩
বিঃদ্রঃ আমাদের সকল প্রতিনিধি নিজস্ব একাউন্ট থেকে স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করতে পারে, যে-কনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।