মোঃ সোহরাওয়ার্দী হোসেন
ভাম্যমান প্রতিনিধি সিরাজগঞ্জ
সিরাজগঞ্জ হাতিকুমরুল রোডে
বিরোধী দুই দলের ডাকে তিন দিনের কর্মসুচি প্রথম দিনে তেমন কোন প্রভাব পড়েনি। জনজীবন স্বাভাবিক থাকলেও দূর পাল্লার কোন জানবাহন চলাচল করতে দেখা যায়নি। অন্যান্য দিনের তুলনায় আঞ্চলিক যানবাহন চলাচল ছিল কিছুটা স্বাভাবিক।
মংগলবার (১ নভেম্বর ) সকাল ৬ টা থেকে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকার পয়েন্টগুলো ঘুরে বিএনপি-জামায়াতের কোনো নেতাকর্মীকে রাজপথে দেখা যায়নি। পুলিশের পাশাপাশি বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়েছে আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ।
জেলার গুরুত্বপূর্ন জায়গায় ঘুরে দেখা গেছে, বিভিন্ন সড়কে ছোট ও মাঝারি ধরনের সিএনজিচালিত অটোরিকশা, প্রাইভেট কার, মাইক্রোবাস ও পিকআপে যাত্রী পরিবহন করছে। এছাড়া ও মালবাহী ট্রাক চলাচল আগের মতোই চলছে।
জেলার বিভিন্ন সড়কে অনেকটা শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। জীবনযাত্রাও স্বাভাবিক রয়েছে। অবরোধে কারণে সড়কে শান্তি-শৃঙ্খলা নিয়ন্ত্রণে উপজেলা গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
মো: জহুরুল ইসলাম নান্নু, চেয়ারম্যান বড়োহর ইউনিয়ন পরিষদ ও
গোলাম মাওলা, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণত সম্পাদক আব্দুল আজিজ, জানান ,উল্লাপাড়ায় বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। বিএনপি-জামায়াতকে অবরোধে , অগ্নি সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করতে দেওয়া হবে না বলে জানান তারা