সিরাজগঞ্জের উল্লাপাড়া মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ১ মন গাঁজা ও ৫৫ টি গাঁজার গাছসহ চাষি মোঃ আছের আলীকে গ্রেফতার করেছে। আছের আলী উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়নের ঘিয়ালা পশ্চিমপাড়া গ্রামের মৃত হরমুজ আলীর ছেলে। সে টিনের প্রাচীরে ঘেরা বসত বাড়ীতে দীর্ঘদিন ধরে গাঁজা চাষ করে তা বিক্রি করে আসছে।
গোপন সুত্রে খবর পেয়ে উল্লাপাড়া মডেল থানা পুলিশ বুধবার (২৬ জুলাই) গাঁজা চাষি আছেরের বাড়ি ঘেরাও করে বাড়িতে চাষ করা ৫৫ টি গাঁজার গাছ ও ১ মণ গাঁজা সহ গাঁজা চাষি মোঃ আছের আলীকে গ্রেফতার করে।
উল্লাপাড়া মডেল থানার উপ পরিদর্শক মোঃ সুমন আহমেদ জানান, উপজেলার ঘিয়ালা পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা মোঃ আছের আলী নিজ বাড়ীর সীমানাতে টিনের প্রাচীর ঘিরে দীর্ঘদিন ধরে গাঁজা চাষ করে ব্যবসা করে আসছিল। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে ১ মণ গাঁজা ও গাঁজার গাছ সহ আছেরকে গ্রেফতার করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদক বিরোধী অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম জানান, গাঁজা চাষি আছের আলীকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।