
ইংরেজি ১০/৬/২৪ তারিখ দুপুর একটার সময় সিরাজগঞ্জ সদর থানাধীন শহরের মুড়িপট্টি এলাকা থেকে মোটরসাইকেল চোর শ্রী নিরব কুমার সরকার (২৮)পিতা নরেন্দ্রনাথ সরকার সাং বিলকাজুলি থানা ধুনট জেলা বগুড়া। (বর্তমান জনৈক্ ডাক্তারের গাড়ির ড্রাইভার সয়ায়ধান গড়া এলাকায় ভাড়ায় বসবাসকারী)ডিসকভার ১০০সিসি মোটরসাইকেল চুরি করে ।চোরাই গাড়ি বিক্রয় করার জন্য বিভিন্ন জায়গায় চেষ্টা করাকালীন অবশেষে সিরাজগঞ্জ শহরে আসামীর সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে ১ নং ফাড়ির অফিসারগণ আসামি সনাক্ত করার পর আজ বিকাল তিনটার দিকে আসামি সহ মোটরসাইকেল উদ্ধার করে। আসামির ঘর তল্লাশি করে মোটরসাইকেল খোলা জোড়া লাগানোর বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। আসামিকে জিজ্ঞাসাবাদ চলছে। মামলা রুজু প্রক্রিয়াধীন।

