ফয়সাল হাওলাদারঃ শরীয়তপুর নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের সুজাসার গ্রামে সুজাসার প্রবাসী সংঘের উদ্যোগে ৩ কিলোমিটারে ৪০টি এলইডি লাইট স্থাপন, প্রতিটি খুটিতে একটি করে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। সড়ক গুলো সন্ধ্যা হলেই গ্রামের পথে পথে আলো জ্বলে ওঠছে।
সড়কবাতির আলোয় দিনের মতো উজ্জ্বল হয়ে ওঠছে পথ। নিশ্চিন্ত ও স্বাচ্ছন্দ্যে পথ চলছেন সুজাসার লোকজন। আর এদিকে গ্রামকে নিরাপত্তা রাখার জন্য পুরো গ্রামে বসানে হয়েছে সিসি ক্যামেরা।
করোনাকালে গ্রামবাসীর দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন। অসুস্থ রোগীদের চিকিৎসার ব্যবস্থা করে থাকেন এ সংগঠনটি। সহযোগিতার এই ধারা এখনো অব্যাহত রেখেছেন তাঁরা। গ্রামে চুরি- ডাকাতি রোধ, সৌন্দর্য বৃদ্ধি ও আলোকিত করতে সুজাসার প্রবাসী সংঘের উদ্যোক্তারা নানা দেশে ছড়িয়ে থাকা ১১৫ জন প্রবাসীরা এগিয়ে আসেন এই পরিকল্পনা বাস্তবায়নে।
উদ্যোক্তা ফয়সাল হাওলাদার, উপদেষ্টা হারুন বেপারী, কাকন হাওলাদার, আতাউর রহমান, আলমগীর হোসেন, মুনসুর হাওলাদার সহস্থানীয় গ্রামবাসী ও গণ্যমান্য ব্যক্তিবৃন্দ।
২৭ জানুয়ারি সোমবার আনুষ্ঠানিকভাবে এই স্ট্রিটবাতি স্থাপন উদ্বোধন করেন। সার্বিক পরিচালনায়, আতাউর রহমান, কাকন হাওলাদার, আলমগীর হোসেন, প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ সেলিম খান, নির্বাহী সম্পাদকঃ শেখ রবিউল ইসলাম আজম। যোগাযোগঃ ০১৮১১-২০২৫৩৩
বিঃদ্রঃ আমাদের সকল প্রতিনিধি নিজস্ব একাউন্ট থেকে স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করতে পারে, যে-কনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।