নীলফামারী প্রতিনিধি: নীলফামারী জেলার ডোমার পাঙ্গা পীর সাহেবের হাটে স্থান সংকট, বেপারীদের নিরাপত্তাহীনতা ও ব্যাংকিং সুবিধা নাথাকার পরেও দৈনিক কোটি টাকার মরিচ কেনাবেচা হয়।অনুসন্ধানে জানা যায় স্থান সংকট, বেপারীদের নিরাপত্তাহীনতা ও ব্যাংকিং সুবিধা নাথাকার পরেও অজ পাড়া গায়ের নীলফামারী ডোমার উপজেলার পাঙ্গা পীর সাহেবের হাটে দৈনিক কোটি টাকার মরিচ বেচাকেনা হয় ও সরকার পায় লক্ষ টাকার রাজস্ব জানাচ্ছেন স্থানীয় সংশ্লিষ্ট ব্যাক্তিরা।তবে হাটের জমি বেদখল থাকায় হাট বিকাশের পথ রুদ্ধ হয়ে আছে।স্থানীয়রা আরো বলেন হাটের জমি থাকলেও প্রভাবশালীরা দখল করে নিয়েছে। এ বিষয়ে কারো কোন পদক্ষেপ নেই। স্থানীয়রা বলছেন এত বড় হাটে নেই কোন ব্যাংকিং, কোন আবাসন এমনকী কোন শৌচাগার নেই।।হাটের জমি উদ্ধারের আশ্বাস দিয়ে উপজেল নির্বাহী কর্মকর্তা মো: নাজমুল আলম বলেনহাটের উপর্জন থেকে শৌচাগার, আবাসন ও অন্যান্য সুবিধাদি নির্মানের উদ্যোগ রয়েছে উপজেলা প্রসাশনের।তবে জমি বেদখলের বিষয়টি তাদের জ্ঞাত ছিলনা এ বিষয়ে জরুরি ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ সেলিম খান, নির্বাহী সম্পাদকঃ শেখ রবিউল ইসলাম আজম। যোগাযোগঃ ০১৮১১-২০২৫৩৩
বিঃদ্রঃ আমাদের সকল প্রতিনিধি নিজস্ব একাউন্ট থেকে স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করতে পারে, যে-কনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।