সুমন কুমার বুলেট নওগাঁ জেলা প্রতিনিধি
নওগার মহাদেবপুর উপজেলায় এনায়েতপুর ইউপির কালুশহর গ্রামে স্বামীর নির্যাতন সহ্য না করতে পেরে শ্রীমতি সবিতা রানী ২০ এক গৃহবধূ মহাদেবপুর থানায় অভিযোগ করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, দুই বছর আগে পারিবারিকভাবে একই উপজেলায় এনায়েতপুর ইউপির পশ্চিম খাপুর গ্রামের মদন সাহার ছেলে রিপন সাহার ২৮ এর সাথে কানাই সাহার মেয়ের বিয়ে হয়।এই দম্পতির সংসারে কোন ছেলেমেয়ে নেই। বিয়ের পর থেকে বিভিন্ন বিষয় নিয়ে এদের সংসারে পারিবারিক কলহ চলতে থাকে। পারিবারিক কলহের জেরে স্বামী শাশুড়ি ননদ এবং পরিবারের আরো লোকজন তাকে ব্যাপক মারধর করতে থাকে। একপর্যায়ে যৌতুকের টাকার কথা বলতে বলতে সবিতা রানীর তলপেটে লাথি মারে এতে তিনি জ্ঞান হারিয়ে ফেলে। এর আগেও তিনি অনেকবার এমন নির্যাতনের শিকার হয়েছেন বলে জানা যায়। সবিতা রানীর পরিবার এর সুষ্ঠু বিচার দাবি জানান। মহাদেবপুর থানার ওসি ইনচার্জ শাহিন রেজা জানান, অভিযোগ অনুসারে ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ সেলিম খান, নির্বাহী সম্পাদকঃ শেখ রবিউল ইসলাম আজম। যোগাযোগঃ ০১৮১১-২০২৫৩৩
বিঃদ্রঃ আমাদের সকল প্রতিনিধি নিজস্ব একাউন্ট থেকে স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করতে পারে, যে-কনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।