ফয়সাল হোসাইন সনি,জেলা প্রতিনিধি বগুড়া
আপেল খন্দকার হত্যা মামলার পলাতক আসামী শাবানা বেগম নামে ১ আসামীকে সোনাতলা থানা এলাকা থেকে গ্রেফতার করলো র্যাব ১২ ।
গত ১৭ জুলাই রাত অনুমান ০৯.৩০ ঘটিকায় বগুড়া জেলার সোনাতলা উপজেলার ভেলুরপাড়া (উত্তরপাড়া) আপেল খন্দকার (৫২) ও শাবানা বেগম (৪২) তাদের ভিতরে পারিবারিক কলহের জেরে কথাকাটি শুরু হয়।
কথা কাটাকাটির একপর্যায়ে শাবানা বেগম (৪২) ও তার পরিবারের বেশ কয়েকজন মিলে আপেল খন্দকার (৫২) কে এলোপাথারী মারপিট করে, পড়ে হত্যার উদ্দেশ্যে চাকু দিয়ে গুরুতর জখম করে।
পরবর্তীতে আপেল খন্দকার (৫২) স্থানীয় বাসিন্দারা রক্তাক্ত ও অচেতন অবস্থায় উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল, নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উক্ত হত্যার ঘটনায় আপেল খন্দকার (৫২)’র স্ত্রী বাদি হয়ে গত ১৮ জুলাই ২০২৩ ইং তারিখে বগুড়া জেলার সোনাতলা থানায় একটি মামলা দায়ের করে। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম ও বগুড়াসহ সারাদেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।
এ ঘটনার পর থেকেই র্যাব আসামীদের আইনের আওতায় নিয়ে আসতে ব্যাপক গোয়েন্দা নজরদারী শুরু করে।
এরই ধারাবাহিকতায় ১ আগস্ট রাত্রি আনুমানিক ১২.৩০ ঘটিকায় র্যাব-১২, সিপিসি-৩, বগুড়ার একটি চৌকস আভিযানিক দল, পলাতক শাবানা বেগম (৪২) কে সোনাতলা থানা এলাকা হতে গ্রেফতার করে।
উল্লেখ্য যে, আটককৃত আসামী গ্রেফতার এড়াতে ও মামলার সাজা হইতে পরিত্রান পাইতে স্থানীয় আত্মীয়স্বজন ও প্রতিবেশী হতে নিজেকে বিচ্ছিন্ন করে বিভিন্ন কৌশল অবলম্বন করে আত্মগোপনে ছিলো। গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সোনাতলা থানা, সোপর্দ করা হয়েছে।
২ আগস্ট বুধবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানিয়েছেন, পুলিশ সুপার কোম্পানী কমান্ডার, মীর মনির হোসেন।