প্রকাশের সময় : ঢাকা, বৃহস্পতিবার ২০ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ,০৫ অক্টোবর ২০২৩খ্রিস্টাব্দ,১৯ রবিউল আউয়াল ১৪৪৫ হিজরি,আপডেট : ০৫:৫০:৩৫ পিএম.
মোহাম্মদ সাইদ (স্টাফ রিপোর্টার ): মানিকগঞ্জ জেলা সিংগাইর জয়মন্টপ দেউলী মহিলা মাদ্রাসা থেকে একই দিনে দুই শিক্ষার্থী নিখোঁজ হয়।
গত ১লা সেপ্টেম্বর ২০২৩ সিংগাইর জয়মন্টপ দেউলী মহিলা মাদ্রাসা হতে তিবনাতুল ইসলাম নূর হাফেজা (১৩) ও সোহান তাসনিম( ১৩)। নামে দুই শিক্ষার্থী দুপুরে ঊক্ত মাদ্রাসার প্রাঙ্গন হতে নিঁখোজ হয়। তাদের উভয়ের স্হায়ী ঠিকানা ঢাকা নবাবগঞ্জ শোল্লা ইউনিয়ন ।
সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, ঐদিন তারা দুজনেই মাদ্রাসা হতে বেড় হয়ে আর বাসায় ফিরেনি । আত্নীয়-স্বজন পরিবার পরিজন ফেসবুক পোষ্ট সহ সকল জায়গায় খোজাখুজি করে চলেছেন। পরিবার হতে এরই মধ্যে তাদের আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজ নেওয়া হয়েছে। কিন্তু তাদের সন্ধান পাওয়া যায়নি। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।কাহারও মাধ্যমে খোঁজ মিললে আমাদের নাম্বারে01913145638,01924791820)জানালে চীরকৃতজ্ঞ থাকিব।
এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় জানানো হলে এখনও কোন খোঁজ মেলেনি।
সম্পাদক ও প্রকাশকঃ সেলিম খান, নির্বাহী সম্পাদকঃ শেখ রবিউল ইসলাম আজম। যোগাযোগঃ ০১৮১১-২০২৫৩৩
বিঃদ্রঃ আমাদের সকল প্রতিনিধি নিজস্ব একাউন্ট থেকে স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করতে পারে, যে-কনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।