ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ৪র্থ ধাপে রায়গঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৭০ হাজার ৮৪২ পেয়ে বে-সরকারি ভাবে নির্বাচিত হয়েছেন ঘোড়া প্রতীকের প্রার্থী গোলাম হোসেন শুভন সরকার। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি দোয়াত কলম প্রতীকের প্রার্থী পেয়েছেন ১৭ হাজার ৮০৫ ভোট। চেয়ারম্যান পদে মোট ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাদী আল মাজি জিন্নাহ মটর সাইকেল প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৪৬৯ ভোট। ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হন উড়োজাহাজ প্রতীকের প্রার্থী জাহিদুল ইসলাম মাইকেল, তিনি ৩৪ হাজার ৩০৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তালা প্রতীকের আব্দুর রউফ সরকার বকুল পেয়েছেন ২৫ হাজার ৬৯০ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে বৈদ্যুতিক পাখা প্রতীকের প্রার্থী মোছাঃ পাপিয়া পারভীন পরী ২৫ হাজার ৭৯৮ ভোট পেয়ে নির্বাচিত হন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বি উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি লিনা হক লুৎফা ফুটবল প্রতীকে পেয়েছেন ২৫ হাজার ৭৩৯ ভোট। ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ৬১ হাজার ৮৪০ জন। রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা রিটানিং অফিসার মোহাম্মাদ নাহিদ হাসান খান জানান, সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতীহিন ভাবে ভোটারা তাদের ভোটাধিকার প্রয়োগ করে। তিনি আরও জানান এ উপজেলায় ৩৬.৩৫% ভোট পড়েছে’