এসএম রুবেল ক্রাইম রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবাগত পুলিশ সুপার মো. রেজাউল করিম। বুধবার (১১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় পুলিশ সুপার রেজাউল করিম বলেন, ‘সিরাজগঞ্জ জেলা থেকে চাঁপাইনবাবগঞ্জ আসলেও তিনি বরগুনার সন্তান। আর তাই এখানকার কালচারের সাথে ভাষার উচ্চারণেও রয়েছে ভিন্নতা। তিনি জেলায় চাঁদাবাজি বন্ধ ও মাদকের বিস্তার ইত্যাদি রোধে সাংবাদিকদের সহযোগীতা আশা করেন। এছাড়া জেলার যে কোন ব্যক্তি তাদের খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে জেলা পুলিশ কার্যালয়ে আসলে তাদের যাবতীয় সাহায্য সহযোগীতা করা হবে বওে তিনি জানান। এছাড়া জেলায় আইনশৃংখলা পরিস্থিতি ঠিক রাখতে জেলায় কর্মরত পুলিশ সদস্যদের নির্দেশ দেন জোড়ালো ভাবে তিনি।
এর আগে পরিচয় পর্ব শেষে স্থানীয় গণমাধ্যমকর্মীদের কাছে জানতে চাওয়া বিভিন্ন প্রশ্নের উত্তর দেন পুলিশ সুপার রেজাউল করিম। সংবাদ সম্মেলনে জেলা ও সদরের সকল সম্মানিত কলম যোদ্ধা সাংবাদিকগণ উপস্থিত থেকে একাধিক অভিযোগ ও আলাপ আলোচনা মাধ্যমে পুলিশ সুপারের সঙ্গে কথা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ সেলিম খান, নির্বাহী সম্পাদকঃ শেখ রবিউল ইসলাম আজম। যোগাযোগঃ ০১৮১১-২০২৫৩৩
বিঃদ্রঃ আমাদের সকল প্রতিনিধি নিজস্ব একাউন্ট থেকে স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করতে পারে, যে-কনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।