Tuesday, September 16, 2025
spot_img

নোটিসঃ আমাদের সকল প্রতিনিধি পার্সোনাল একাউন্ট থেকে নিউজ পাবলিশ করে থাকে, যে-কোনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।

ময়মনসিংহের ভালুকা উপজেলায় বন বিভাগের করা মিথ্যা মামলা, ঘুষ, চাঁদাবাজি বন্ধের দাবিতে এবং দূর্নীতিবাজ কর্মকর্তাদের বিচারের দাবিতে মানববন্ধন এবং মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছে এলাকাবাসী। সকালে ভালুকা উপজেলার সিডস্টোর বাজারে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এই কর্মসূচি পালন করে ভুক্তভোগী হাজারো এলাকাবাসী। মো:তোফায়েল ইবনে জামালের সভাপতিত্বে এবং মো: মঞ্জুর মাহমুদের সঞ্চালনায় বক্তব্য রাখেন আব্দুর রউফ, শাহজাহান সিরাজ, আবুল হোসেন মাস্টার, নাসির উদ্দিন, রফিকুল ইসলাম, সাবেক ইউ পি সদস্য কামাল হোসেন সহ আরো অনেকেই বক্তব্য রাখেন। সমাবেশে বক্তারা বলেন জনগণকে ঘর-বাড়ী নির্মানে হয়রানি করা যাবে না। মিথ্যা মামলা দেওয়া যাবেনা। আদালতে চলমান মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বনায়ন করা যাবেনা। ডিমার্কেশন করে সম্পত্তি জনগণকে বুঝিয়ে দিয়ে বনবিভগের সম্পত্তি বনবিভাগ বুঝে নিবে, আদালতে চলমান সব মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। পাবলিকের নামে বিআরএস রেকর্ডীয় জায়গায় বনায়ন বন্ধ করতে হবে। এছাড়া সদ্য বিদায়ী স্বৈরাচার আওয়ামী সরকারের মদদপুষ্ট, দুর্নীতিবাজ ভালুকার রেঞ্জ কর্মকর্তা মো: হারুন-অর-রশিদ এবং কাদিগড় বিট অফিসার মো:আনোয়ার হোসেন খানকে চাকরি থেকে বরখাস্তের দাবি জানান। পরে বিক্ষুব্ধ এলাকাবাসী ঘন্টাব্যাপী ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে। পরবর্তীতে সেনাবাহিনী এবং প্রশাসনের কর্মকর্তারা এসে মানববন্ধনে অবস্থান করা লোকদের মুখের কথা শুনে, কথা শুনে তাদের দাবি মেনে নেয়ার আশ্বস্ত করলে অবরোধকারীরা অবরোধ তুলে নেয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments