উল্লাপাড়ায় চাদাবাজি ভাংচুর মারপিটের মামলায় আওয়ামীলীগ নেতা সহ ৭ জন গ্রেফতার : দৈনিক জাতীয় অপরাধ দমন বিভাগীয় প্রধান মোহাম্মদ আলী জিন্নাহ মানিক,,,
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় চাদাবাজি ভাংচুর ও মারপিট সহ একাধিক মামলায় আওয়ামীলীগ নেতা সহ ৭ আসামিকে উল্লাপাড়া মডেল থানা পুলিশ করে গ্রেফতার করে বুধবারে জেল হাজতে পাঠিয়েছেন।
আাসামিরা হলেন- উপজেলার বড়হর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আঃ আজিজ সরকার (৫৬), বড়হর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম বাবু (৪০), বড়হর ওয়ার্ড আওয়ামিলীগের সভাপতি মোঃ হাবিবুর রহমান (৫০), মোঃ আলাউদ্দিন (৪২), আ'লীগ নেতা মোঃ লেলিন খোরশেদ মামুন (৪৮)। এছাড়াও পৌর শহরের ঝিকিড়া মহল্লার নজু মিয়ার ছেলে রুবেল (৪০) ও উপজেলার বড়ঘোনা গ্রামের সোমেজুলের ছেলে মঞ্জুরুল ইসলাম(৪৩) আদালতের ওয়ারেন্টভুক্ত ২ আসামিকে গ্রেপ্তার করা হয়।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: রাকিবুল ইসলাম জানান, উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ৭ আসামীকে গ্রেফতার করে জেলহাজতে পাঠিয়েছি।
সম্পাদক ও প্রকাশকঃ সেলিম খান, নির্বাহী সম্পাদকঃ শেখ রবিউল ইসলাম আজম। যোগাযোগঃ ০১৮১১-২০২৫৩৩
বিঃদ্রঃ আমাদের সকল প্রতিনিধি নিজস্ব একাউন্ট থেকে স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করতে পারে, যে-কনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।