

মোঃ ফয়সাল হাওলাদারঃ
গত (২০ মার্চ) দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলার তেঘরিয়া ইউনিয়নে বিএনপি’র সদস্য সচিব হন সামিউল্লাহ। যিনি দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এমনকি আওয়ামী লীগের বিদ্যুৎ জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদসহ দলটির শীর্ষ নেতাদের সঙ্গে ছবিও আছে তার। এতকিছুর পরও সামিউল্লাহ কে তেঘরিয়া ইউনিয়নের বিএনপি’র সদস্য সচিব হিসেবে বেছে নেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার বিএনপির সভাপতি অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী ও সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু।

তেঘরিয়া ইউনিয়নের সাধারণ জনগণ ও বিএনপির তৃণমূল নেতারা সদস্য সচিব সামিউল্লাহকে প্রত্যাখ্যান করেছেন, ৫ ই আগস্ট এর আগে যিনি ছাত্র-জনতার ওপর হামলা করেছিল সে লোক আবার কি করে বিএনপির সদস্য সচিব হয়। আমরা তৃণমূল নেতাকর্মী হিসেবে হতাশ। বিএনপি’র উচ্চ পর্যায়ে কেন্দ্রীয় নেতাদের কাছে তেঘরিয়া ইউনিয়নের সদস্য সচিব সামিউল্লাহ কে প্রত্যাহারের আবেদন জানানো হয়েছে।
