মোহাম্মদ সাইদ : ঢাকার কেরানীগঞ্জে যথাযোগ্য মর্যদায় গণহত্যা দিবস ২রা এপ্রিল পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে জিনজিরার মনু ব্যাপারীর ঢালে শহীদ স্মৃতিস্তম্বে ফুল দিয়ে শ্রদ্ধা জানান কেরানীগঞ্জ উপজেলা প্রশাসন,কেরানীগঞ্জ মুক্তিযোদ্ধা দল,কেরানীগঞ্জ প্রেসক্লাবসহ অন্যান্য রাজনৈতিক ও সামাজিক সংগঠন। দিবসটি পালন উপলক্ষে আলোচনা সভা মিলাদ মাহফিলেরও আয়োজন করে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলো। এই দিনে পাক সেনাদের হাতে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বাণী দিয়েছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক প্রতিমন্ত্রী আলহাজ্ব আমান উল্লাহ আমান, ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইরফান ইবনে আমান অমি এ সময় উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল গনি, কেরানীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মজিবুর রহমান, সিনিয়র সাংবাদিক মিয়া হান্নান, ও সুলতান মাহমুদ,কোষাদক্ষ্য সামসুল ইসলাম সনেট, নির্বাহি সদস্য মোহাম্মদ সাইদ,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুস সাত্তার উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসের কো-অর্ডিনেটর মোঃ আমান উল্লাহ, কেরানীগঞ্জ মডেল উপজেলা ভূমি অফিসের কানুনগো মোঃ শহিদুল ইসলাম। মুক্তিযুদ্ধা দলের পক্ষে ছিলেন বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আব্দুল মতিন, শাহাবুদ্দিন,নিয়ামতুল্লাহ চৌধুরী এদিকে এ সময় আরো উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ প্রেসক্লাবের , সহ-সভাপতি মিয়া আব্দুল হান্নান, সাংগঠনিক সম্পাদক সুলতান আহমেদ, কোষাধক্ষ সামসুল ইসলাম সনেট, কার্যনির্বাহী সদস্য মোঃ সাঈদ ও সাংবাদিক মোঃ আলমগীর হোসেন প্রমূখ। উল্লেখ্য ১৯৭১ সালে এই দিনে পাকিস্তান হানাদার বাহিনী পরিকল্পিতভাবে জিনজিরা, আগানগর, শুভাঢ্যা ও কালিন্দী ইউনিয়নে আকস্মিকভাবে হা হামলা চালিয়ে প্রায় পাঁচ সহস্রাবিক নিরীহ নিরস্ত্র মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করে।
সম্পাদক ও প্রকাশকঃ সেলিম খান, নির্বাহী সম্পাদকঃ শেখ রবিউল ইসলাম আজম। যোগাযোগঃ ০১৮১১-২০২৫৩৩
বিঃদ্রঃ আমাদের সকল প্রতিনিধি নিজস্ব একাউন্ট থেকে স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করতে পারে, যে-কনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।