স্টাফ রিপোর্টার:
ষাটোর্ধ বৃদ্ধ বাচ্চু খলিফাকে মারধর,তার দোকানের মালামাল ও টাকা লুট করে নিয়ে যায় মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী ইয়াসিন মিজি ও তার সহযোগীরা। ঘটনাটি ০৩/০২/২০২৪ ইং তারিখে সকাল ৮ টার সময় চাঁদপুর জেলার মতলব উত্তর থানার ষাটনল বাজারে ঘটে।এলাকাবাসী জানায় গত ০৩/০২/২০২৪ইং তারিখে ষাটনল বাজারে ব্যবসায়ী বাচ্চু খলিফা যখন তার দোকান মেরামত করতে যান, তখন মাদক ব্যবসায়ী ইয়াসিন মিজি ও তার সহযোগীরা তার কাছে ২লক্ষ টাকা চাঁদা দাবি করে।বাচ্চু খলিফা টাকা দিতে অস্বীকৃতি জানালে ইয়াসিন মিজি ও তার সহযোগীরা দলবল নিয়ে বাচ্চু খলিফার উপর অতর্কিত হামলা চালায়। এতে বাচ্চু খলিফা এবং তার পরিবারের লোকজন ব্যাপকভাবে আহত হয়।ইয়াসিন মিজি ও তার সহযোগীরা ঘটনাস্থল থেকে দোকানের সকল মালামাল লুট করে নিয়ে যান।এ বিষয়ে বাচ্চু খলিফা বাদী হয়ে ইয়াসিন মিজি ও তার সহযোগীদের নামে আন্তর্জাতিক মানবাধিকার অপরাধ সংস্থায় একটি অভিযোগ জানায়।ঘটনাটি বাচ্চু খলিফা এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ কে জানালে ইয়াসিন মিজি ও তার সহযোগীরা এলাকার গণ্যমান্য ব্যক্তিদের কে কোন প্রকার পাত্তা না দিয়েই তার সহযোগীদের কে নিয়ে বাচ্চু খলিফাকে আবারো মারধরের হুমকি দিতে থাকে।ইয়াসিন মিজি এবং তার সহযোগীরা বাচ্চু খলিফা কে হুমকি দিতে থাকেন এই মর্মে যে যদি তিনি আইনের আশ্রয় নেন তবে তাকে এবং তার পরিবারের লোকদেরকে খুন করে ফেলবে। এই মাদক ব্যবসায়ী এবং সন্ত্রাসীদের হুমকি ধামকিতে বাচ্চু খলিফা এবং তার পরিবারের লোকজন ভীত সন্ত্রস্ত এবং জীবনের নিরাপত্তাহীনতায় ভুগতেছে। সন্ত্রাসীরা ব্যাপক শক্তিশালী হওয়ায় এলাকার কোন গণ্যমান্য ব্যক্তিবর্গ কে এবং প্রশাসনকে তোয়াক্কাই করছে না। এমত অবস্থায় বাচ্চু খলিফা এবং তার পরিবারের লোকজন এলাকাবাসী এবং আইন প্রয়োগকারী সংস্থাকে তাদের পাশে দাঁড়ানোর জন্য আকুল আবেদন জানিয়েছেন। %
সম্পাদক ও প্রকাশকঃ সেলিম খান, নির্বাহী সম্পাদকঃ শেখ রবিউল ইসলাম আজম। যোগাযোগঃ ০১৮১১-২০২৫৩৩
বিঃদ্রঃ আমাদের সকল প্রতিনিধি নিজস্ব একাউন্ট থেকে স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করতে পারে, যে-কনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।