২১ আগস্ট শনিবার সন্ধ্যা ৬ টায় শহরের উপজেলা রোডস্থ আড্ডাখানা ক্যাফে রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে আহবায়ক আব্দুল্লাহ আল ওমর খান (সুমার খান) এর সভাপতিত্বে ও সদস্য সচিব রিফাজ বিশ্বাস লালনের সঞ্চালনায় ঈশ্বরদী বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্য পরিষদের পরিচিতি, মতবিনিময় ও কর্মসূচি প্রণয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভা বিষেশ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, যুগ্ম আহবায়ক, সিনিয়র সাংবাদিক শহিদুল ইসলাম (ববি সরদার), যুগ্ম আহবায়ক রেজাউল করিম ফেরদৌস, যুগ্ম আহবায়ক হাফিজুর রহমান হাফিজ, যুগ্ম আহবায়ক সুলতান মাহমুদ বাবু।
কার্যনিবাহী সদস্য হিসাবে উপস্থিত ছিলেন আমিনুল ইসলাম রিংকু, মোফাজ্জল হোসেন লিখন, আবু দাউদ শেখা, আশরাফুল ইসলাম সবুজ, পায়েল হোসেন রিন্টু, আ.ফ.ম রাজিবুল আলম ইভান, ডাঃ মাসুম হাসান, আসাদুজ্জামান শিহাব, তুহিন হোসেন, মোঃ হুজ্জাতুল্লাহ হীরা, মোতাহারুল ইসলাম লাভলু বিশ্বাস, নাজমুল ইসলাম, ডাঃ আনোয়ারুল ইসলাম, খায়রুল বাশার মিঠু, হাবিবুর রহমান হাবিব, আজিম হায়দার, রাসেল আলী, সুমাইয়া সুলতানা হ্যাপি, মিথুন মাহবুব খান, রাকিব বিশ্বাস, আলিফ হাসান, ইমরান হোসেন, সোহানুর রহমান শুভ, রাসেদুজ্জামান রাসেল, ইউসুফ আলী, ফিরোজ মাহমুদ, রকিবুল হাসান রিপন, মোস্তাফিজুর রহমান বিদ্যুৎ, জাকারিয়া হোসেন, রাজীব পাটোয়ারী, আসলাম হোসেন, ওমর ফারুক প্রমুখ।
ঈশ্বরদী বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্য পরিষদের লক্ষ্য:
১) নিয়মতান্ত্রিক ও গঠনতান্ত্রিক ভাবে প্রেসক্লাব পরিচালনা করা।
২) সকল সাংবাদিকের অধিকার ফিরিয়ে আনা ।
৩) বস্তনিষ্ঠ সংবাদ পরিবেশন করা।
৪) তরুন সাংবাদিকদের প্রশিক্ষনের মাধমে দক্ষ সাংবাদিক গড়ে তোলা।
৫) সহকর্মীর বিপদে-আপদে পাশে থাকতে হবে।
৬) নিয়ম বহিঃর্ভূত বাতিলকৃত সদস্য পদ পুনঃ গঠিত করতে হবে।
খায়রুল বাশার মিঠু বলেন, ঈশ্বরদী প্রেসক্লাবে সদস্য পদ পেতে কি কি কোটা পুরন কার লাগে আমার জানা নেই। তবে এক বার হলেও আমি ঈশ্বরদী প্রেসক্লাবের সদস্য হয়ে দেখতে চায়।আর কি আছে ঈশ্বরদী প্রেসক্লাবে।
আসাদুজ্জামান শিহাব বলেন, ঈশ্বরদী প্রেসক্লাব থেকে সকল প্রকার অপশক্তিকে কঠোর হস্তে দমন করতে হবে, ঈশ্বরদী প্রেসক্লাবকে করতে হবে দখল মুক্ত।
যুগ্ম আহবায়ক সিনিয়র সাংবাদিক শহিদুল ইসলাম (ববি সরদার) বলেন, ১৫ বছরের বিদ্ধস্ত বাংলাদেশ মেরামতে কাজ শুরু হয়েছে। এমনি সাংবাদিক সমাজেই মেরামত বা সংষ্কার কাজ চলছে। সকল পরিবর্তনে, সংষ্কারে এবং বৈষম্য বড় শক্তি ঐক্যবদ্ধ প্রয়াস। পরবর্তীতে যেকোন অপশক্তিকে রূখে দিতে আমাদের ঐক্য, সভা-সমাবেশ ধারাবহিকতা বজায় রাখবে।
ঈশ্বরদী বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্য পরিষদ গঠনের এটাই প্রথম সভা।