মোঃ নাজমুল ইসলাম: ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা
ছাত্র-জনতার অভ্যুত্থানের এক মাস পূর্তিতে দেশজুড়ে ‘শহীদি মার্চ’ কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থীরা
ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুতির এক মাস পূর্তি উপলক্ষে ‘শহীদি মার্চ’ কর্মসূচির আয়োজন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ডাকা এই মার্চে অংশ নিতে রাজপথে নেমে এসেছেন হাজারো শিক্ষার্থী।
মার্চটি দুপুর ১২ টায় ঈশ্বরদী পুরাতন বাস টার্মিনাল থেকে বেরিয়ে শহরের প্রধান প্রধান সড়র প্রদক্ষিন করে আলহাজ্ব মোড় স্মৃতিস্তম্ভে গিয়ে প্রবেশ করে। পরে শিক্ষার্থীদের বক্তব্যের মধ্যদিয়ে কর্মসূচি শেষ হয়।
মার্চে অংশগ্রহণ করা শিক্ষার্থীরা বাংলাদেশের পতাকা মাথায় বেঁধে নেন। কেউ কেউ লাঠির আগায় বেঁধে উড়াতে থাকেন।
শিক্ষার্থীরা বলেন, সারাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মৃতি ধারণ করে আহত ভাই বোন যারা হাসপাতালে কাতরাচ্ছেন, হাত-পা, চোখ হারিয়েছে তাদের স্বরণ করে এ কর্মসূচি পালন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঈশ্বরদী উপজেল সমন্বয়ক- আশিকুল ইসলাম জায়ির, তাসনিম মাহমুদ প্রাপ্তি, আশিক মোল্লা, ফজলে রাব্বি, সিয়াম, ইব্রাহিম রহমান, আসাদুজ্জামান রকিব।
এছাড়া উপস্থিত ছিলেন, ঈশ্বরদী সরকারি কলেজের তানভির সাজিদ, সরকারি রেলওয়ে নাজিমিুদ্দিন উচ্চ বিদ্যালয় আবু আনসারী নাসির, ফারহান ফাহিম, পূর্বটেংর বালিকা উচ্চ বিদ্যালয়ের মাইশা, আলিকা জেরিন, জান্নাতুল ফেরদৌস, কৃষি কলেজের আবির খান ও প্রান্ত মাদ্রাসা ছাত্রের প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলেন আরেফিন রাজ রাজিব সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র প্রতিনিধি।