মাদক, জুয়া, অবৈধ্য অর্থের লেনদেন ও দূর্নীতির সঙ্গে আমার চিরকালের শত্রুতা- ওসি
মোঃ নাজমুল ইসলাম, ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ
ঈশ্বরদীর আইন শৃঙ্খলা নিয়ন্ত্রনে সাংবাদিক, রাজনীতিবিদ সহ সকল শ্রেণী পেশার মানুষের সহযোগিতা ছাড়া সম্ভব নয়। এ ব্যাপারে ঈশ্বরদীর শান্তিপ্রিয় মানুষদের এগিয়ে আসার আহবান জানান। গত ১৫ সেপ্টেম্বর (রবিবার) সন্ধ্যায় ঈশ্বরদী থানায় “বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্য পরিষদ” এর এক প্রতিনিধি দলের সঙ্গে মত বিনিময় কালে নবাগত ওসি শহিদুল ইসলাম উপরোক্ত মন্তব্য করেন। তিনি বলেন, ঈশ্বরদী আমার অতি পরিচিত স্থান। বিগত সময়ে ঈশ্বরদীতে অবস্থানকালে এখানকার মানুষদের সঙ্গে ন্যায় সংগত ভালবাসার সম্পর্ক তৈরী হয়েছে যা এবার পরিবর্তিত পরিচয়ে আমার কার্যকাল হবে আরো গঠনমূলক। তিনি মাদক, জুয়া, অবৈধ অর্থের লেনদেন ও দূর্নীতি বন্ধে তার ভূমিকা জিরো টলারেন্স হবে বলে উল্লেখ করেন। ওসি শহিদুল ইসলাম দৃঢ়তার সঙ্গে আরো বলেন, আমার থানায় যেন কোন অর্থের লেনদেন না হয় এবং কোন অসহায় মানুষ যেন পুলিশের আচরণে ফিরে না যায় সে ব্যাপারে ইতিমধ্যে আমার শতর্ক বার্তা পৌছে দেয়া হয়েছে।
“ঈশ্বরদী বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্য পরিষদ” এর আহবায়ক ও সাপ্তাহিক হ্যালো ঈশ্বরদী’র সম্পাদক ও প্রকাশক আলহাজ্ব আব্দু্ল্লাহ আল ওমর সুমার খান নবাগত ওসি’র যোগদানের স্বাগত জানিয়ে সকল বৈষম্য বিরোধী আন্দোলনে তার সহযোগিতা কামনা করে সূচনা বক্তব্য রাখেন। আহবায়ক সুমার খান বলেন, পুলিশ জনগনের বন্ধু, এই বন্ধু্ত্বের যেন কোন বৈষম্য সৃষ্টি না হয় তার প্রতি দৃষ্টি রাখার জন্য আহবান জানান। মতবিনিময় সভায় “ঈশ্বরদী বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্য পরিষদের যুগ্ম আহবায়ক সিনিয়র সাংবাদিক দৈনিক উত্তর জনতা’র সম্পাদক ববি সরদার ঈশ্বরদীর সার্বিক পরিস্থিতি তুলে ধরে সকল বৈষম্যকে দূরে ঠেলে সুন্দর ও আধুনিক ঈশ্বরদী গড়ার আন্দোনের নবাগত ওসির আন্তরিক সহযোগিতা কামনা করেন এবং বিগত ১৬ বছরে বৈষম্যের বেড়াজালে আবদ্ধ “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘোষিত “ঈশ্বরদী জেলা” বাস্তবায়নের আগামীর আন্দোলনে তার সমর্থন ও অংশগ্রহন দাবী করেন।
মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বিভিন্ন সমসাময়িক বিষয়ে কথা বলেন, বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্য পরিষদের যুগ্ম আহবায়ক ও পদ্মার খবর এর সম্পাদক আমিনুল ইসলাম রিংকু, অনলাইন প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক রেজাউল করিম ফেরদৌস, বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি হাফিজুর রহমান হাফিজ, বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্য পরিষদের সদস্য সচিব ও অনলাইন প্রেসক্লাবের সভাপতি, রিফাজ বিশ্বাস লালন।
ঈশ্বরদী বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্য পরিষদের কার্যকারী সদস্য ঈশ্বরদী বার্তার সম্পাদক আব্দুল আজিজ, জাগরন নিউজ এর সম্পাদক ওহিদুর রহমান সোহেল, দৈনিক আলোর দেশ এর ভারপ্রাপ্ত সম্পাদক সুলতান মাহমুদ বাবু, ঈশ্বরদী মডেল প্রেসক্লাব সাধারণ সম্পাদক ও এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার পায়েল হোসেন রিন্টু, দৈনিক উত্তর জনতার বার্তা সম্পাদক আলহাজ্ব মোফাদুল হোসেন লিখন, ঈশ্বরদী মডেল প্রেসক্লাব’র সাংগঠনিক সম্পাদক মোঃ নাজমুল ইসলাম, ঢাকা নিউজ এর ঈশ্বরদী প্রতিনিধি ডাঃ আনোয়ারুল ইসলাম, মেগা নিউজ ডট কম এর স্টাফ রিপোর্টার সহকারী অধ্যাপক আ,খ, ম রাজিবুল আলম ইভান, সাপ্তাহিক ঈশ্বরদী প্রতিনিধি, সোহানুর রহমান শুভ প্রমুখ।