এসএম রুবেল সিনিয়র ক্রাইম রিপোর্টার রাজশাহী ব্যুরো
বিএনপি’র সমাবেশ শেষে, গাড়ি সরানোকে কেন্দ্র করে অটো চালককে এলোপাতাড়ি মারধর করেছে বিএনপির দাঙ্গাবাহিনী কর্মীরা। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের মহিপুরে ছিলো বিএনপির সমাবেশ। গত (২৩ সেপ্টেম্বর) এ সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক এমপি ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হারুনুর রশিদ, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি তসিকুল ইসলাম, পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলামসহ অন্যান্যরা।
সমাবেশ শেষ হয় সন্ধ্যায় স্থান ত্যাগ করা নিয়ে ব্যাস্ত সবাই এতে রাস্তায় দীর্ঘ যানবাহনে যানজট সৃষ্টি হয়। এসময় সড়কে যানজটে আটকে যাওয়া মোটরসাইকেল আরহী কিছু বিএনপি কর্মীরা এক অটোরিক্সা চালক গোলাম মোর্তুজাকে মারধরের ঘটনা ঘটিয়েছে। ভুক্তভোগী এ অটোরিকশা চালক হলেন, সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের বেহুলা গ্রামের মোঃ সেরাজুল ইসলামের ছেলে গোলাম মোর্তুজা (২৫)।
অটোরিকশা চালক গোলাম মোর্তুজা বলেন, সমাবেশ শেষে মোটরসাইকেলের বহর নিয়ে বিএনপির নেতাকর্মীরা সমাবেশস্থল থেকে বের হওয়ার সময় প্রধান সড়কে যানজট তৈরি হয়। আমি সেই যানজটে আটকে পড়ি। এসময় তারা আমাকে পিছনে সরে যাওয়ার কথা বলে। কিন্তু আমার সামনে পিছনে কোনদিকে যাওয়ার জায়গা ছিল না। এসময় ‘কোথায় সরবো?’ এটা কথা বলাকেই কেন্দ্র করে আমার শার্টের কলার ধরে গাড়ি থেকে নামিয়ে ১০-১২জন মিলে মারধর শুরু করে। তিনি আরোও জানান, আমাকে মারধর করার সময় অটোতে থাকা আমার স্ত্রী তাদের বাধা দিতে আসলে তারা তাকেও আহত করে।
অটোরিক্সা চালকের স্বজনরা জানান, গোলাম মোর্তুজার ওপেন হার্ট সার্জারি করা আছে। মারধরের সময় তার বুকে কিল ঘুষির আঘাত করা গুরুত্বর আহত করা হয়েছে। অবস্থায় হাসপাতালে ভর্তি করে চিকিৎসাধীন রয়েছে।
এ ঘটনায় সদর মডেল থানা একটি অভিযোগ দায়ের করেছে এ ভুক্তভোগী অটোরিকশা চালক গোলাম মোর্তুজা। অভিযোগে ১ নাম্বার আসামী মনির হোসেন ২ নম্বার আসামী বাশির আলী ৩ নাম্বার আসামী আনোয়ার হোসেন সহ আরও পাঁচ জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞান নামা আসামী করে এ অভিযোগটি দায়ের করা হয়।
এ ব্যপারে মুঠো ফোনে জানতে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ (ওসি) এস এম জাকারিয়া জানান লিখিত অভিযোগ পাওয়ায় গেছে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে বলে তিনি নিশ্চিত করেন