মোঃ নাজমুল ইসলাম, ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ
দেশব্যাপী ডেঙ্গু, চিকুনগুনিয়া প্রতিরোধের অংশ হিসেবে গতকাল ৩০ সেপ্টেম্বর সোমবার বিকালে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সুবীর কুমার দাশ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন
পৌর সচিব জহুরুল ইসলাম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনা (খ) সার্কেলের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, পৌর স্যানেটারী অসিসার মোঃ আবুল কায়সার, ঈশ্বরদী অনলাইন প্রেসক্লাব সভাপতি রিফাজ বিশ্বাস লালন, ঈশ্বরদী মডেল প্রেসক্লাব সাধারণ সম্পাদক পায়েল হোসেন রিন্টু প্রমুখ।
এডিস মশা নিধন কার্যক্রমের উদ্বোধন পরবর্তী বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সুবীর কুমার দাশ বলেন, ডেঙ্গু, চিকুনগুনিয়া এডিস মশাবাহিত একটি রোগ। এডিস মশার জন্ম হয় জমে থাকা পানিতে। মাঠ বা ভবনে জমে থাকা পানি প্রতি তদিন অন্তর সরিয়ে ফেলতে হবে। বাড়ির বা অফিসের সৌন্দর্য বর্ধনের জন্য রাখা ফুলের টব নিয়মিত পরিষ্কার রাখতে হবে। বাড়ি, অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, মার্কেট প্লেসসহ মানুষ থাকে এমন জায়গার আশ পাশ নিয়মিত পরিষ্কার রাখতে হবে। আমাদের সবার সচেতনতাই ডেঙ্গু, চিকুনগুনিয়া থেকে সবাইকে পরিত্রাণ দিতে পারে।
একই সময়ে তিনি ঈশ্বরদী হাসপাতালের সামনে পরিদর্শন করেন এবং এলাকার ড্রেনের উপরে থাকা সকল অবৈধ স্থাপনা সরানোর জন্য নির্দেশনা দেন। তিনি এসব স্থাপনা সরানোর জন্য ৩ কর্মদিবসের সময় বেঁধে দেন। এই সময়সীমার মধ্যে অবৈধ স্থাপনা না সরালে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।
পরে পৌর প্রশাসক ঈশ্বরদী বাজারের বিভিন্ন জায়গা পরিদর্শক করে মশক নিধন কার্যক্রম পরিচালনা করেন।