মোঃ নাজমুল ইসলাম, ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ
পাবনা জেলার ঈশ্বরদী উপজেলাধীন নূরমহল্লার বাসিন্দা আশিউর মল্লিক মিন্টু একটি সংবাদ সম্মেলনে জানান, দীর্ঘ ২২ বছর ধরে তার পরিবারের বিরুদ্ধে ভূমি সংক্রান্ত মামলায় হয়রানি চলছিল, যা পরিশেষে তার পরিবারের পক্ষে রায় হয়েছে। এই মামলায় মোঃ নিজাম উদ্দিনের ছেলে, বাংলাদেশ নৌবাহিনীর কমান্ডর মোঃ জাকিরুল ইসলাম, ক্ষমতার অপব্যবহার করে প্রশাসনের বিভিন্ন শাখাকে ব্যবহার করে তাদের হয়রানি করে আসছিলেন বলে অভিযোগ করা হয়।
মিন্টু জানান, তার পিতা ১৯৮১ সালে পাতিলাখালী মৌজার নূরমহল্লা এলাকার ০৮ শতাংশ জমির একটি অংশ ক্রয় করেন। এরপর থেকে তারা সেই জমি ভোগদখল করে আসছিলেন। তবে, ২০০২ সালে জাকিরুল ইসলাম প্রথম মামলাটি করেন, যা মোকাদ্দমা নং- ২২৩/২০০২ এবং পরে ২০১২ সালে আরেকটি মামলা দায়ের করেন (মোকাদ্দমা নং- এলএসটি ২৪৭/১২)। অবশেষে ২৩ সেপ্টেম্বর ২০২৪ সালে আদালত তাদের পক্ষে রায় প্রদান করে এবং মামলাটি খারিজ হয়ে যায়।
সংবাদ সম্মেলনে আশিউর মল্লিক মিন্টু আরও বলেন, “আমরা এই জমি নিয়ে বারবার সমাধানের চেষ্টা করেছি, কিন্তু জাকিরুল ইসলাম জমির কাগজপত্র দেখাতে ব্যর্থ হয়েছেন এবং পুরো জমির মালিকানা দাবি করেছেন। এমনকি পুলিশ প্রশাসনের মাধ্যমে জমি মাপযোগের সময় তিনি সেটা বন্ধ করে দেন।”
মিন্টুর দাবি, কমান্ডর জাকিরুল ইসলাম ক্ষমতার অপব্যবহার করে বিভিন্নভাবে তাকে ও পরিবারকে হুমকি-ধামকি দিয়ে ভয়-ভ্রীতি সহ হয়রানি করে আসছেন। তিনি বলেন, “আমরা এই ২২ বছরের হয়রানি থেকে মুক্তি পেতে চাই, এবং জাকিরুল ইসলামের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আবেদন জানাই।
এ ব্যাপারে মুঠোফোনে জাকিরুল ইসলামের কথা বললে সে বলেন, নিম্ন আদালত থেকে মামলাটি খারিজ করা হয়েছে। আদালততো মিন্টুদের পক্ষে রায় দেয় নাই। এ ব্যাপারে আমি উচ্চ আদালতে একটি মামলা দায়ের করেছি।