সুমন কুমার বুলেট নওগাঁ জেলা প্রতিনিধিঃ
অবিশ্বাস্য হলেও সত্য যে, নুন আনতে পান্তা ফুরায় অবস্থার গ্রামের সাধারন এক ব্যবসায়ী মানুষের কাঁধে এখন ঝুলছে এক দাদন ব্যবসায়ীর ঋণ দাবির তিন লক্ষ্য টাকার বোঝা। মাত্র এক লাখ ৪০ হাজার টাকা দিয়ে প্রতারণার ফাঁদে ফেলে দরিদ্র ব্যবসায়ীর জীবনের শেষ সম্বল বসত বাড়ি হাতিয়ে নিতে এখন মরিয়া হয়ে ওঠেছে ওই প্রভাবশালী দাদন ব্যবসায়ী।
এ ঘটনায় চরম উদ্বেগ- উৎকণ্ঠার মধ্যে জীবন কাটছে নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার এনায়েতপুর ইউপির কালুশহর মোল্লাপাড়া গ্রামের নারেশ রবিদাসের ছেলে শীতেশ কুমারের(২৯)।
জানা গেছে, অভাবে পড়ে প্রায় পাঁচ বছর আগে খালি চেক দিয়ে উপজেলা এনায়েতপুর ইউপির কালুশহর মন্ডলপাড়া গ্রামের দুলাল হোসেন ও তার সুদারু চক্রের কাছ থেকে সুদের ওপর টাকা নেয় এ দরিদ্র ব্যবসায়ী সীতেশ কুমার। তার দেয়া ওই খালি চেক এবং এখন লক্ষ্য হাজার টাকার অঙ্ক বসিয়ে চাপ দিতে থাকে হুমকি দেয়৷
এ ঘটনায় সরকার-প্রশাসন সহযোগিতা না করলে এখন তার সামনে আত্মহত্যা ছাড়া কোনো পথ খোলা নেই বলেও জানিয়েছেন শীতেশ কুমার। এ ব্যাপারে আইনি সহযোগিতা চেয়ে শীতেশ কুমার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
উপজেলার বেশ কয়েকজন গণ্যমান্য ব্যক্তির সঙ্গে কথা হলে তাদের কেউ বিষয়টকে “ওপেন সিক্রেট ” এবং কেউ “টক অব দ্য টাউন” হিসেবে জানালেন।
এ ব্যাপারে জানতে দাদন ব্যবসায়ী দুলাল হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তোর মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।