Tuesday, September 16, 2025
spot_img

নোটিসঃ আমাদের সকল প্রতিনিধি পার্সোনাল একাউন্ট থেকে নিউজ পাবলিশ করে থাকে, যে-কোনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।

Homeবাংলাদেশজুড়ীতে বিজিবি’র অভিযানে ইয়াবাসহ এক যুবক আটক

জুড়ীতে বিজিবি’র অভিযানে ইয়াবাসহ এক যুবক আটক

মোঃ মাছুম আহমদ মৌলভীবাজার প্রতিনিধিঃ

বিজিবি-৫২ ব্যাটালিয়নের (বিয়ানীবাজার) আওতাধীন জুড়ী সীমান্ত এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক ক্রয়-বিক্রয়কালে আমিনুর ইসলাম ইমরান (২২) নামে এক মাদক ব্যবসায়িকে আটক করেছে বিজিবি। এসময় তার পকেট তল্লাশি করে ইয়াবা ট্যাবলেট উদ্ধার, ব্যবহৃত মোটরসাইকেল ও সিমসহ একটি মোবাইল ফোনসেট জব্দ করা হয়। আটক আমিনুর ইসলাম ইমরান জুড়ী গ্রামের আব্দুল বারি কয়ছরের ছেলে। বিকেলে বিজিবি তাকে জুড়ী থানায় সোপর্দ করেছে। এব্যাপারে তার বিরুদ্ধে বিজিবি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা করেছে।জানা গেছে, মাদক ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জুড়ী বিওপির নায়েক আলমগীর হোসেনের নেতৃত্বে একটি টহলদল সীমান্ত পিলার ১৩৯৬ হতে সাড়ে ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বড়ধামাই নামক স্থানে অবস্থান নেয়। কিছুক্ষণ পর সন্দেহজনক এক মোটরসাইকেল আরোহীকে সেখানে দেখতে পেয়ে তাকে আটক করে বিজিবির টহল দল। পরে তার শরীর তল্লাশি করে প্যান্টের পকেট থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার, ব্যবহৃত মোটরসাইকেল ও সীমসহ একটি মোবাইল ফোনসেট জব্দ করা হয়। ইয়াবাসহ যার সিজার মূল্য প্রায় ৫ লক্ষ ৫৯ হাজার ৫০০ টাকা বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মেহেদী হাসান পিপিএম জানান, আটক মাদক ব্যবসায়িকে বিকেলে জুড়ী থানায় সোপর্দ করা হয়েছে। এব্যাপারে বিজিবির নায়েক আলমগীর হোসেন বাদি হয়ে জুড়ী থানায় মামলা করেন৷ জুড়ী থানার ওসি মোর্শেদুল আলম ভূঁইয়া জানান, মামলা রেকর্ড হয়েছে। সোমবার আসামিকে আদালতে সোপর্দ করা হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments