সুমন কুমার বুলেট নওগাঁ জেলা প্রতিনিধি:
সারাদেশের ন্যায় নওগাঁর প্রতিষ্ঠানগুলোতে অধ্যয়নরত শিক্ষার্থীদের মাসিক বেতন নির্ধারণ করে দিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। বৃহস্পতিবার জেলা প্রশাসক ও জেলা শিক্ষা কর্মকর্তার স্বাক্ষরিত চিঠি জেলার প্রতিটি প্রতিষ্ঠানে প্রেরণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাহফুজা খাতুন।
এর আগে গত ১০ ডিসেম্বর বিকেল ৪ টার সময় জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়ালের সভাপতিত্বে কমিটির সদস্যদের নিয়ে গত ২৭ অক্টোবর ২০২৪ তারিখে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিপত্রের আলোকে জেলা শিক্ষা অফিসার নিন্মাক্ত হারে জেলার আওতাভূক্ত পৌর ও মফস্বল এলাকার (সংযুক্ত প্রাথমিক বিদ্যালয়সহ) এমপিওভুক্ত/নন-এমপিওভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের টিউশন ফি/মাসিক বেতন নিন্মাক্ত হারে নির্ধারণ করার সিদ্ধান্ত নেন। সেই সিদ্ধান্ত মোতাবেক বৃহস্পতিবার জেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এ চিঠি প্রেরণ করেন জেলা শিক্ষা কর্মকর্তা মাহফুজা খাতুন।
চিঠিতে জানা যায়, জেলার পৌর এলাকার এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের জন্য (সংযুক্ত প্রাথমিক বিদ্যালয়সহ) শ্রেণী ওয়ারী মাসিক বেতন/টিউশন ফি ১ম শ্রেণি থেকে ৫ম শ্রেণি পর্যন্ত ১০০ টাকা, ষষ্ঠ শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ১৫০ টাকা এবং নবম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ২০০ টাকা।
জেলার মফস্বল এলাকার এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের (সংযুক্ত প্রাথমিক বিদ্যালয়সহ) টিউশন ফি/মাসিক বেতন ১ম শ্রেণি থেকে ৫ম শ্রেণি পর্যন্ত ৫০ টাকা, ষষ্ঠ শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ৭০ টাকা এবং নবম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ১০০ টাকা।
জেলার পৌর এলাকার নন-এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের জন্য (সংযুক্ত প্রাথমিক বিদ্যালয়সহ) শ্রেণী ওয়ারী মাসিক বেতন/টিউশন ফি ১ম শ্রেণি থেকে ৫ম শ্রেণি পর্যন্ত ১০০ টাকা, ষষ্ঠ শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত ২০০ টাকা এবং দশম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ২৫০ টাকা।
জেলার মফস্বল এলাকার নন-এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের (সংযুক্ত প্রাথমিক বিদ্যালয়সহ) টিউশন ফি/মাসিক বেতন ১ম শ্রেণি থেকে ৫ম শ্রেণি পর্যন্ত ৫০ টাকা, ষষ্ঠ শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ১০০ টাকা এবং নবম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ১৫০ টাকা।
জেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাহফুজা খাতুন বলেন, জেলার এমপিওভুক্ত ও নন-এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান এর জন্য নির্ধারিত হারে টিউশন ফি/মাসিক বেতন নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। যদি কোন প্রতিষ্ঠান এর থেকে বেশি টাকা নেন তাহলে সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।