Tuesday, September 16, 2025
spot_img

নোটিসঃ আমাদের সকল প্রতিনিধি পার্সোনাল একাউন্ট থেকে নিউজ পাবলিশ করে থাকে, যে-কোনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।

HomeUncategorizedবাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন, গাজীপুর জেলা শাখার সভাপতি...

বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন, গাজীপুর জেলা শাখার সভাপতি নির্বাচিত হলেন আবদুর রহমান।

গাজীপুর প্রতিনিধি

প্রতিটা মানুষের মৌলিক চাহিদার মধ্যে অন্যতম চাহিদা হল চিকিৎসা। সকল শ্রেণী পেশার মানুষের মাঝে সুচিকিৎসা প্রদানের লক্ষ্যে গাজীপুর মহানগরীতে প্রাইভেট হাসপাতাল প্রতিষ্ঠা করে জনসাধারণের মাঝে সেবা প্রদান করে আসছে মোঃ আবদুর রহমান । সমাজ সেবায় বারবার পুরস্কারপ্রাপ্ত সমাজসেবক। সাবেক বাসন ইউপি সদস্য ও সাবেক বাসন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। শহীদ জিয়া স্মৃতি সংসদ গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আবদুর রহমান। গাজীপুর জেলা ও মহানগরে অবস্থিত বেসরকারি স্বাস্থ্য সেবা সুশৃংখলভাবে ঐক্যের ভিত্তিতে পরিচালনা করে সকল সমস্যা সমাধানের লক্ষ্যে গাজীপুরে চলমান দুটি সংগঠনের নেতৃবৃন্দ এক ব্যানারে কাজ করার লক্ষ্যে, গত ০৭/০১/২০২৫ ইং রোজ মঙ্গলবার , সোনারতরী কমিউনিটি সেন্টার , বিএডিসি রোড, গাজীপুরে সকাল ১০:০০ ঘটিকায় ০২ বছর মেয়াদের জন্য সর্বদলীয় কমিটি , বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন গাজীপুর জেলা শাখার, নবনির্বাচিত সভাপতি হিসেবে নির্বাচিত হন।
২০০৫ সালে অর্থ সম্পাদক হিসেবে যোগদানের পর ২০০৮ সালে সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হন তিনি। পরবর্তীতে ২০১৩ সালে গাজীপুর মহানগরের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন। ২০১৩ সাল হতে ২০২৪ সাল পর্যন্ত বারবার গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে অত্যন্ত সুনামের সহিত দায়িত্ব পরিচালনা করছেন আবদুর রহমান। ২০০৫ থেকে ২০২৪ সাল পর্যন্ত দীর্ঘদিনের কার্যক্রমে গাজীপুর জেলার হাসপাতাল মালিক ও পরিচালকদের মনের মনি কোঠায় ঠাই করে নিয়েছেন তিনি।
এছাড়াও সামাজিক ,রাজনৈতিক, ধর্মীয় সকল কাজে অংশগ্রহণ করে সকল শ্রেণী পেশার মানুষের কাছে আস্থার ঠিকানা হিসেবে বিবেচিত হয়েছেন।
আবদুর রহমানের আংশিক পরিচিতি নিম্নরূপ।
মতোয়াল্লি/সভাপতি মেহেরজান জামে মসজিদ।
সভাপতি, টুরিস্ট ক্লাব গাজীপুর। সম্পাদক মন্ডলীর সভাপতি ,সাপ্তাহিক শুভ সকাল। মাসিক মানবাধিকার চিত্র ব্যুরোচীফ গাজীপুর জেলা।সভাপতি হিউম্যান রাইটস হেলথ অ্যান্ড এডুকেশন সোসাইটি গাজীপুর জেলা শাখা। পরিচালক সেবা জেনারেল হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার। আজীবন দাতা সদস্য কাজিমুদ্দিন চৌধুরী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ।
নবনির্বাচিত সভাপতি, বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন গাজীপুর জেলা শাখা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments