Tuesday, September 16, 2025
spot_img

নোটিসঃ আমাদের সকল প্রতিনিধি পার্সোনাল একাউন্ট থেকে নিউজ পাবলিশ করে থাকে, যে-কোনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।

HomeUncategorizedবনশ্রী আফতাবনগর প্রেসক্লাবের নবগঠিত সভাপতি বাবলু পন্ডিত, সম্পাদক জহুরুল ইসলাম

বনশ্রী আফতাবনগর প্রেসক্লাবের নবগঠিত সভাপতি বাবলু পন্ডিত, সম্পাদক জহুরুল ইসলাম

বনশ্রী আফতাবনগর প্রেসক্লাবের নবগঠিত সভাপতি বাবলু পন্ডিত, সম্পাদক জহুরুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বনশ্রী আফতাবনগর প্রেসক্লাবের নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়েছে। মো. মোসলেহ উদ্দিন বাবলু পন্ডিত সভাপতি এবং জহুরুল ইসলাম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। গত শুক্রবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় বনশ্রীর আমাজন রেস্টুরেন্টে আয়োজিত এক বিশেষ সভায় দুই বছর মেয়াদী এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

জহুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত জরুরি সভায় উপস্থিত সকল সদস্যদের সম্মতিক্রমে কণ্ঠভোটের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হয়।

নবনির্বাচিত কমিটির বিবরণ

১৩ সদস্যবিশিষ্ট এই কমিটির অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন: সিনিয়র সহ-সভাপতি: মো. আবুল হাসিম, সহ-সভাপতি: মো. মনিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক: আল মামুন এবং মোহাম্মদ ইমরান খান, সাংগঠনিক সম্পাদক: জহিরুল ইসলাম রাসেল, দপ্তর সম্পাদক: রাসেল মাহমুদ ,কোষাধ্যক্ষ: মো. কবির হোসেন, প্রচার সম্পাদক: এস এম ওয়ালিদুজ্জামান শুভ, মহিলা বিষয়ক সম্পাদিকা: সোনিয়া হক, সদস্য: মাহমুদুল আলম খান এবং রাকিব হোসেন।

সভায় নবনির্বাচিত সভাপতি মো. মোসলেহ উদ্দিন বাবলু পন্ডিত সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ইকবাল খান জাহিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মো. মনিরুজ্জামান।

অনুষ্ঠানে প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা ছাড়াও বনশ্রী আফতাবনগরের বিশিষ্ট বাসিন্দারা অংশগ্রহণ করেন। বক্তারা প্রেসক্লাবের ভূমিকা ও গণমাধ্যমের গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরেন।

সভা শেষে নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক এবং অন্যান্য নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। নতুন কমিটির প্রতি আস্থা রেখে প্রেসক্লাবের সকল সদস্য ক্লাবের উন্নয়ন ও কার্যক্রমে তাদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

প্রেসক্লাবের উন্নয়নে নতুন কমিটির প্রত্যাশা
নবনির্বাচিত সভাপতি মো. মোসলেহ উদ্দিন বাবলু পন্ডিত বলেন, “এই কমিটির লক্ষ্য হবে প্রেসক্লাবকে সদস্যদের জন্য একটি কার্যকর এবং সৃজনশীল প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলা। আমরা বনশ্রী আফতাবনগরের উন্নয়নে গণমাধ্যমের মাধ্যমে সেতুবন্ধন তৈরি করব।”

সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম জানান, “নতুন কমিটি সাংবাদিকদের কল্যাণে কাজ করার পাশাপাশি সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করবে।”

উপস্থিত সবাই নতুন কমিটির প্রতি শুভকামনা জানান এবং ভবিষ্যতে এর কার্যক্রম আরও গতিশীল ও সৃজনশীল হবে বলে আশা প্রকাশ করেন।

S M Rubel
S M Rubel
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি । মোবাইলঃ ০১৭৫৬-৯১১৯৪৬
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments