বরেন্দ্র অঞ্চলে রাস্তার কাজে অনিয়ম: শিক্ষার্থী ও স্থানীয় জনতার প্রতিবাদ”
এসএম রুবেল, সিনিয়র ক্রাইম রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ থেকে।
চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার শানপুর পাহাড়পুর এলাকায় সড়ক নির্মাণ কাজে চরম অনিয়মের অভিযোগ উঠেছে। এলাকার স্থানীয় জনগণ ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা একত্র হয়ে কাজ বন্ধ করে দেয়। জনগণ এবং শিক্ষার্থীদের এ উদ্যোগে উঠে আসে অনিয়মের নানা চিত্র, যা স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের দৃষ্টি আকর্ষণ করেছে।
শানপুর-পাহাড়পুর সড়কের নির্মাণ কাজ চলছিল একটি সরকারি প্রকল্পের আওতায়। স্থানীয়রা জানান, রাস্তার কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে। এছাড়াও নির্মাণ কাজে সঠিক নিয়ম না মেনেই করে যাচ্ছে কাজের দায়িত্বে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠানটি।
বুধবার সকালে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং এলাকার লোকজন একত্রিত হয়ে সড়কের কাজের অনিয়মের বিষয়টি তুলে ধরে।তাঁরা কাজ বন্ধ রাখার অনুরোধ করে ঠিকাদারকে। অনুরোধ তোয়াক্কা না করে ঠিকাদার তর্কে জড়িয়ে পড়ে।পরবর্তীতে শিক্ষার্থী ও স্থানীয় জনগণের একজোট আন্দোলনে পরিবেশ উত্তপ্ত হয়ে উঠে।
স্থানীয় বাসিন্দা মো. রফিকুল ইসলাম জানান,”রাস্তার কাজ শুরু থেকেই নিম্নমানের। আমরা একাধিকবার প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েছি,কিন্তু তারা কোনো ব্যবস্থা নেয়নি। তাই বাধ্য হয়ে নিজেরাই উদ্যোগ নিয়েছি।
একই অভিযোগ করেন স্থানীয় নারী বাসিন্দা রহিমা খাতুন তিনি বলেন, “আমাদের এলাকায় এমনিতেই উন্নয়ন কাজ কম হয়। যে কাজ হচ্ছে, সেটাও যদি এভাবে অনিয়মে চলে, তাহলে আমাদের দুর্ভোগ চরমে পৌঁছাবে।”
স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র রাজু আহমেদ বলেন, “রাস্তা ভালো না হলে স্কুলে আসতে অনেক কষ্ট হয়। তাই আমরা সবাই মিলে ঠিকাদারকে বলেছি, ভালো করে কাজ করতে।”
অন্যদিকে, শিক্ষার্থীদের একতা দেখে মুগ্ধ হয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা বলেন, “এই শিশুরা দেখিয়ে দিয়েছে যে, অন্যায়কে কোনোভাবেই মেনে নেওয়া উচিত নয়।” বৈষম্য আবারও সড়কের ধাঁধা এলজিইডি!
ঠিকাদারি প্রতিষ্ঠানের দায়িত্বে থাকা মো. বাবলু ইসলাম বলেন, “আমাদের কাজে যদি কোনো ভুল হয়ে থাকে, আমরা সেটি সংশোধন করব। কিন্তু শিক্ষার্থী ও স্থানীয়দের এমন আচরণ অপ্রত্যাশিত।”
নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল মান্নান বলেন, “এলাকার জনগণের অভিযোগগুলো খতিয়ে দেখা হচ্ছে। রাস্তার কাজ যাতে সঠিক মান বজায় রেখে হয়, তা নিশ্চিত করা হবে।”
শিক্ষার্থী ও স্থানীয়দের সম্মিলিত এই উদ্যোগে রাস্তার কাজের অনিয়মের বিষয়টি সবার সামনে চিত্র আকারে ধরা পড়ে “যা এ ঘটনাটি প্রমাণও করে,। জনগণের ঐক্যবদ্ধ উদ্যোগ যে কোনো অন্যায় রোধে কতটা কার্যকর হতে পারে। তবে প্রশাসনের পক্ষ থেকে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম রোধে যথাযথ নজরদারি প্রয়োজন।
সরজমিন থেকে প্রতিবেদক মুঠোফোনে ” চাঁপাইনবাবগঞ্জ এলজিইডি নির্বাহী প্রকৌশলী’ আনোয়ার হোসেনের নিকট এবিষয়ে জানতে চাইলে,তিনি জানান উক্ত ঘটনাস্থলের এলাকাবাসীরও এ বিষয়ে অভিযোগ পাওয়া গেছে। কাজ বন্ধ হয়ে যাওয়ার বিষয়টা এখনো আমার নজরে আসেনি। তবে বিষয়টি আমি খতিয়ে দেখে সরজমিনে গিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে দাবি করেন।