সুমন কুমার বুলেট নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁর মহাদেবপুরে সনাতন বিদ্যাপীঠের ৭১তম গীতা স্কুল উদ্বোধন করা হয়েছে৷ শুক্রবার ২৪ জানুয়ারি বিকাল তিনটায় উপজেলার এনায়েতপুর ইউনিয়নের মাদিশহর গ্রামের একটি মন্দিরে বৈদিক গীতা স্কুলের শুভ উদ্বোধন করা হয়৷সনাতন বিদ্যাপীঠের সদস্যরা নিঃস্বার্থভাবে উপজেলার প্রতিটি গ্রামে গ্রামে এ গীতা স্কুলের শুভ উদ্বোধন করে আসছে৷হিন্দু ধর্মাবলম্বীদের প্রতিটি ঘরে ঘরে গীতার ধ্যান-ধারণা ও ছোট ছোট বাচ্চাদের মাঝে গীতার শিক্ষা দেওয়াটাই মূল উদ্দেশ্য৷এই বৈদিক গীতা স্কুলে দাদাভাই মা বোনেরা ও ছোট ছোট বাচ্চারা উপস্থিত ছিলেন৷সনাতন বিদ্যাপীঠের কর্মীরা গীতার সম্পর্কে ধ্যান ধারণা দেয় ও ৩১ জন বাচ্চারদের মাঝে ৩১ টি গীতা হাতে তুলে দেয় এই সনাতন বিদ্যাপীঠের কর্মীরা৷এই শুভ উদ্বোধনে,উপস্থিত ছিলেন, বৈদিক গীতা স্কুলের,
উদ্বোধক-তপন দেবনাথ,প্রনয় চন্দ্র মন্ডল,সুশান্ত দেবনাথ,পরেশ দাস,বিপুল মন্ডল,অনুকুল চন্দ্র মন্ডল,বাচ্চু মন্ডল,মধুসুদন হালদার,কনক মন্ডল,রিন্টু মন্ডল, অমিত কুমার জয় প্রমখ৷