Tuesday, September 16, 2025
spot_img

নোটিসঃ আমাদের সকল প্রতিনিধি পার্সোনাল একাউন্ট থেকে নিউজ পাবলিশ করে থাকে, যে-কোনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।

HomeUncategorizedকেরানীগঞ্জে জলাশয় ভরাট করে অনুমোদনহীন আবাসন

কেরানীগঞ্জে জলাশয় ভরাট করে অনুমোদনহীন আবাসন

মোহাম্মদ সাইদ কেরানীগঞ্জ(ঢাকা): রাজধানীর কেরানীগঞ্জে জলাশয় ভরাট করে গড়ে ওঠা অনুমোদনহীন আবাসন প্রকল্পের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল থেকে শুরু হওয়া এ অভিযানে নেতৃত্ব দেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল ইসলাম। অভিযানের অংশ হিসেবে টোটাইল মৌজায় শতাধিক প্লটের সীমানা প্রাচীর, বেশ কয়েকটি ভবনের আংশিক অংশ, বৈদ্যুতিক খুঁটি, সাইনবোর্ড ও গেট ভেঙে দেওয়া হয়। এছাড়া, ভরাট করা জলাশয়ের রাস্তা বিচ্ছিন্ন করে দেওয়া হয়। তবে ভুক্তভোগীরা অভিযোগ করেছেন, রাজউকের পক্ষ থেকে কোনো ধরনের নোটিশ দেওয়া হয়নি। ফলে অনেকেই আগাম প্রস্তুতি নিতে পারেননি এবং ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন। রাজউক জানিয়েছে, অভিযুক্ত এলাকাগুলো সিএস রেকর্ড অনুযায়ী সরকারি সম্পত্তি, যা মহামান্য হাইকোর্টের আদেশ অমান্য করে অবৈধভাবে দখল ও ভরাট করা হয়েছিল। এ কারণেই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। অভিযানকালে রাজউকের প্রধান নগর পরিকল্পনাবিদ আশরাফুল ইসলাম, জোন-৫ এর পরিচালক হামিদুল ইসলাম, অথরাইজড অফিসার মেহেদী হাসান খান, অতিরিক্ত পুলিশ সুপার (কেরানীগঞ্জ সার্কেল) মোহাম্মদ জাহাঙ্গীর, মডেল থানার অফিসার ইনচার্জ সোহরাব আল হোসাইনসহ র‍্যাব, পুলিশ ও বিজিবির সদস্যরা উপস্থিত ছিলেন।

মোহাম্মদ সাঈদ
মোহাম্মদ সাঈদ
স্টাফ রিপোর্টার। মোবাইলঃ ০১৯১৭-২২০২০১
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments