Tuesday, September 16, 2025
spot_img

নোটিসঃ আমাদের সকল প্রতিনিধি পার্সোনাল একাউন্ট থেকে নিউজ পাবলিশ করে থাকে, যে-কোনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।

Homeবিশেষ সংবাদমেধায় পুলিশে চাকুরী পেলেন নওগাঁর ৩৬ জন চাকুরী প্রার্থী

মেধায় পুলিশে চাকুরী পেলেন নওগাঁর ৩৬ জন চাকুরী প্রার্থী

সুমন কুমার বুলেট নওগাঁ জেলা প্রতিনিধিঃ

সেবার ব্রতে চাকুরী” এই প্রতিপাদ্যে মেধা ও স্বচ্ছতার ভিত্তিতে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে মেধায় নিয়োগ পেয়েছেন নওগাঁর ৩৬ জন চাকুরীপ্রার্থী। মাত্র ১২০ টাকার সরকারি ফি জমা দিয়ে নিজের মেধায় স্বপ্নের চাকরি পেলেন তারা। ১৫ মে (বৃহস্পতিবার) রাতে নওগাঁ পুলিশ লাইন্সে আনুষ্ঠানিকভাবে নিয়োগ পরীক্ষার প্রাথমিক ফলাফল ঘোষণা করেন জেলা টিআরসি নিয়োগ বোর্ডের সভাপতি ও জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার।
জানা যায়, শারীরিক যোগ্যতা, কাগজপত্র যাচাই ও শারীরিক সক্ষমতা পরীক্ষায় উত্তীর্ণ ৪৪৫ জন প্রার্থীর মধ্যে থেকে লিখিত পরীক্ষায় পাস করেন ৬৯ জন। পরে মৌখিক ও মনস্তাত্ত্বিক পরীক্ষায় অংশগ্রহণ করেন তারা। পরবর্তীতে চূড়ান্ত যাচাই শেষে ৩৬ জন প্রার্থীকে প্রাথমিকভাবে নিয়োগের জন্য নির্বাচিত করা হয়। ফলাফল ঘোষণার সময় পুলিশ সুপার বলেন, নিয়োগ প্রক্রিয়ায় শতভাগ স্বচ্ছতা ও যোগ্যতা অনুসরণ করা হয়েছে। কোনো ধরনের তদবির বা ঘুষ ছাড়াই যারা উত্তীর্ণ হয়েছেন তারা প্রকৃত অর্থেই গর্বিত হওয়ার মতো একটি অর্জন করেছে। তিনি নিয়োগ প্রাপ্তদের উদ্দেশে বলেন, সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দেশসেবায় নিজেদের নিয়োজিত রাখবে এই প্রত্যাশা করি। পুলিশ সুপার জানান, এ নিয়োগ প্রক্রিয়ার সময় প্রতারণার অভিযোগে তিনজন দালালকে আটক করেছে পুলিশ। উক্ত চক্রটি চাকুরী প্রত্যাশীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা চুক্তি করেছিল। আটকের সময় তাদের কাছ থেকে নগদ টাকা, চুক্তিনামা, ব্যাংকের চেকসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রতারণার অভিযোগে মামলাও দায়ের করা হয়েছে।
উক্ত নিয়োগ কার্যক্রমে উপস্থিত ছিলেন, নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা শারমিন নেলি, চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএমএম ওয়াসিম ফিরোজসহ টিআরসি নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্যরা।

সুমন কুমার ঘোষ
সুমন কুমার ঘোষ
নওগাঁ জেলা প্রতিনিধি। মোবাইলঃ ০১৩০৩-৩৬২১৩৫
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments