
সুমন কুমার বুলেট নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁর সদরে হাসুয়ার কোপে স্ত্রীর হাত বিচ্ছিন্নর ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসীর গণপিটুনিতে মাদকাসক্ত স্বামী নিহত হয়েছে। এ লোহর্ষক ঘটনাটি ঘটেছে ২৮ মে বুধবার দিবাগত গভীর রাতে জেলার সদর উপজেলার আনন্দনগর এলাকায়।
স্থানীয়রা জানান, ওই এলাকার মাদকাশক্ত সুমন(৩০)পারিবারিক কলহের জেরে ওই রাতে শয়ন ঘরে তার স্ত্রী ময়ূরীকে হাসুয়া দিয়ে প্রথমে গলায় এবং পরে হাতে কুপিয়ে রক্তাক্ত জখম করে।এক পর্যায় সে হাসুয়া দিয়ে কুপিয়ে মৌয়ূরীর শরীর থেকে তার বাম হাত বিচ্ছিন্ন করে দেয়।এ সময় ময়ূরীর আত্মচিৎকারে প্রতিবেশী লোকজন ঘটনা স্থলে এগিয়ে এলে সুমন তার ঘরে থাকা গ্যাস বড়ি (ট্যাবলটে)খায় এবং প্রতিবেশীদেরও ওই হাঁসুয়া দিয়ে হত্যার হুমকি দেয়। ঘটনার সময় কৌশলে প্রতিবেশী লোকজন মাদকাশক্ত সুমনকে গণপিটুনি দিয়ে গুরুতর আহত অবস্থায় তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করে দেয়।চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। সুমন হোসেন নওগাঁ সদর উপজলোর দুবলহাটি ইউনিয়নের দুবলহাটি গ্রামের মোহাম্মদ আলী বাবুর ছেলে।
নওগাঁ সদর মডেল থানা পুলিশ জানায়, গত ৩-৪ বছর আগে শহরের আনন্দনগর এলাকার আব্দুস সামাদের মেয়ে মৌয়ূরীর (২৪) সঙ্গে সুমন হোসেনের বিয়ে হয়। বিয়ে পর থেকে সুমন তার স্ত্রীর সঙ্গে আনন্দনগর এলাকায় শ্বশুর বাড়িতে বসবাস করতেন। সুমন মাদকাশক্ত হওয়ায় স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়দিন পারিবারিক কলহ লেগেই থাকতো।এদিকে গুরুতর আহত মৌয়ূরীকে ২৫০ শয্যা নওগাঁ জেনারেল হাসপাতালে নেয়া হলে সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ঘটনা সত্যতা নিশ্চিত করে নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান,নিহত সুমনের পরিবারের পক্ষ থেকে এঘটনায় কেউ মামলা করতে আসেনি। ময়নাতদন্তের পর লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে ওই পুলিশ অফিসার জানান।