Tuesday, September 16, 2025
spot_img

নোটিসঃ আমাদের সকল প্রতিনিধি পার্সোনাল একাউন্ট থেকে নিউজ পাবলিশ করে থাকে, যে-কোনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।

Homeবিশেষ সংবাদমহাদেবপুর উপজেলায় ১৪তম গ্রেড ও ছয় দাবিতে ‘টেকনিক্যাল পদমর্যাদা’দেওয়াসহ স্বাস্থ্য সহকারীরা অবস্থান...

মহাদেবপুর উপজেলায় ১৪তম গ্রেড ও ছয় দাবিতে ‘টেকনিক্যাল পদমর্যাদা’দেওয়াসহ স্বাস্থ্য সহকারীরা অবস্থান কর্মসূচি পালন করেছেন

সুমন কুমার বুলেট নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলায় ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সের চত্বরে,নিয়োগ বিধি সংশোধন করে স্নাতক (বিজ্ঞান)সহ ১৪ তম গ্রেড, ইনসার্ভিস প্রশিক্ষণের মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদা, ১১তম গ্রেড নিশ্চিকরাসহ ছয় দফা দাবিতে সারা দেশের ন্যায় মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও অবস্থান কর্মসূচি পালন করেছেন স্বাস্থ্য সহকারীরা।
মঙ্গলবার (২৪ জুন) সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত ২ঘন্টা ব্যাপী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে বাংলাদেশ হেলথ্ এসিস্ট্যান্ট এসোসিয়েশন মহাদেবপুর উপজেলা শাখার ব্যানারে এই অবস্থান কর্মসূচি পালন করেন তাঁরা।
এসময় বক্তব্য রাখেন, নওগাঁ জেলার অত্র সংগঠনের জেলা সভাপতি এ,কে,এম রেজাউল হক (টিক্কা) মহাদেবপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক গোলাম সাকলায়েন,সহকারী স্বাস্থ্য পরিদর্শক রৌশন সুলতানা সিমকী এবং স্বাস্থ্য সহকারী ওবায়দুল হক।
তাঁদের ৬ দফা দাবির মধ্যে রয়েছে- নিয়োগ বিধি সংশোধন করে স্নাতক (বিজ্ঞান),ইনসার্ভিস প্রশিক্ষণের মাধ্যমে টেকনিক্যাল স্কেল১১তম গ্রেড নিশ্চিতকরন,পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে উচ্চতর গ্রেড নিশ্চিত করতে হবে।
অবস্থান কর্মসূচিতে স্বাস্থ্য সহকারীরা বলেন, প্রতিটি শিশু কে দশটি মারাত্মক রোগের টিকা, ১৫-৪৯ বছরের মহিলাদের ধনুষ্টংকারের টিকা,জরায়ু ক্যান্সারের টিকা,কোভিড-১৯ টিকা,হাম-রুবেলা ক্যাম্পেইনের মাধ্যমে শিশুদের টিকা, ভিটামিন A+ Campaign পরিচালনা,প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে যাবতীয় স্বাস্থ্য সচেতনতা সৃষ্টির মুল কারিগর স্বাস্থ্য সহকারী। এছাড়াও কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠার শুরু থেকে এখন পর্যন্ত রুটিন ইপিআইয়ের পাশাপাশি রোগিদের প্রাথমিক স্বাস্থ্য সেবা দিয়ে আসছে স্বাস্থ্য সহকারীরা।
অথচ অপ্রতুল সুযোগ-সুবিধা চুড়ান্ত বেতন বৈষম্য ও সীমিত জনবল নিয়েও তাঁরা প্রত্যন্ত অঞ্চলে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। প্রান্তিক জনগোষ্ঠীর রোগ প্রতিরোধে কাজ যাচ্ছেন। কিন্তু বেতন কাঠামোয় রয়েছে চরম বৈষম্য। তাই স্বাস্থ্য সহকারীদের দাবি মেনে নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানান তাঁরা।
বাংলাদেশ হেলথ্ এসিস্ট্যান্ট এসোসিয়েশন মহাদেবপুর উপজেলা ও নওগাঁ জেলা সভাপতি, রাজশাহী বিভাগের গুরুত্বপূর্ণ নেতা এবং কেন্দ্রীয় সমন্বয় পরিষদের সম্মানিত সমন্বয়ক এ,কে,এম রেজাউল হক (টিক্কা) বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে সারাদেশে প্রায় ২৬ হাজার স্বাস্থ্য সহকারী আছেন। তারা শিশু, গর্ভবর্তী নারী ও কিশোরীদের টিকাদান এবং কমিউনিটি ক্লিনিকে রুটিন মাফিক স্বাস্থ্য সেবা প্রদান করেন ।
বিভিন্ন সময়ে টেকনিক্যাল পদমর্যাদাসহ বেতন স্কেল উন্নতির জন্য স্বাস্থ্য সহকারীরা আন্দোলন করলেও তা প্রতিশ্রুতি এবং আশ্বাসের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। পুর্বের সরকারের প্রধানমন্ত্রীসহ, দায়িত্বশীল মন্ত্রী,সচিব মহাপরিচালক, NSI প্রধানের
সমন্বয়ে গঠিত বোর্ডের সাথে স্বাস্থ্য সহকারীদের চুক্তি নামা থাকার পরও তাঁদের দাবি আলোর মুখ দেখেনি। এমতাবস্থায় তাঁরা বাধ্য হয়ে বৈষম্যমুক্ত সরকারের কাছে ৬ দফা দাবি তুলে ধরেন। তাঁরাও বলেন তাঁদের দাবি যৌক্তিক। তিনি আরও বলেন তাঁদের দাবি মেনে না নিলে তাঁরা আগামী মাসের ৮ তারিখে সিভিল সার্জন কার্যালয়ের সামনে অবস্থান সহ জাতীয় প্রেসক্লাবে মানব বন্ধন এবং সর্বশেষ ১লা সেপ্টেম্বর /২০২৫ থেকে ইপিআই, tcv-campaign সহ স্বাস্থ্য সহকারীদের দ্বারা সম্পাদিত সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করবেন।

সুমন কুমার ঘোষ
সুমন কুমার ঘোষ
নওগাঁ জেলা প্রতিনিধি। মোবাইলঃ ০১৩০৩-৩৬২১৩৫
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments