জুলহাজ হোসেন মহাদেবপুর উপজেলা প্রতিনিধিঃ
নওগাঁর মহাদেবপুর উপজেলায়,বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে উপজেলা চত্বরে,র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনি সময়” এই শ্লোগানকে সামনে রেখে ২৫ জুন বুধবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নির্বাহী অফিসারের সভাকক্ষে মিলিত হয়।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো: আরিফুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার হোসাইন মোহাম্মদ এরশাদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: খুরশিদুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো: জাহাঙ্গীর আলম, উপজেলা মৎস্য কর্মকর্তা শিল্পী রায়, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতান মাহমুদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা গোলাম রাব্বানী, উপজেলা মাধ্যমিক অফিসের একাডেমিক সুপারভাইজার ফরিদুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ¦ রবিউল আলম বুলেট, জামায়াতে ইসলামীর উপজেলা শাখার আমির মো: আব্দুল আজিজ সুমন, ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার সেক্রেটারী মুফতি মা আরিফুল ইসলাম, সফাপুর ইউপি চেয়ারম্যান শামসুল আলম বাচ্চু, ভীমপুর ইউপি চেয়ারম্যান রামপ্রসাদ ভদ্র, রাইগাঁ ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ আরিফুর রহমান, মহাদেবপুর সদর ইউপি চেয়ারম্যান সাঈদ হাসান তরফদার শাকিল, খাজুর ইউপি চেয়ারম্যান বেলাল হোসেন, বিশিষ্ট ধারাভাষ্যকার সিনিয়র প্রভাষক মুনিরুজ্জামান মুনির, ছাত্র প্রতিনিধি মো: আমিনুল হক, ডাসকো ফাউন্ডেশন এর প্রতিনিধি তামান্না প্রমুখ।
এর আগে কৃষি অধিদপ্তরের আয়োজনে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে আমন মৌসুমে প্রণোদনা ও বৃক্ষের চারা প্রদান করা হয় এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ ও বনজ বৃক্ষের চারা প্রদান করা হয়েছে বলে কৃষি অফিস সূত্রে জানা গেছে।