Tuesday, September 16, 2025
spot_img

নোটিসঃ আমাদের সকল প্রতিনিধি পার্সোনাল একাউন্ট থেকে নিউজ পাবলিশ করে থাকে, যে-কোনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।

Homeবাংলাদেশবিজিবির মাদকবিরোধী জন সচেতনতামুলক সভা ও লিফলেট বিতরণ

বিজিবির মাদকবিরোধী জন সচেতনতামুলক সভা ও লিফলেট বিতরণ

 

মোঃ মাছুম আহমদ মৌলভীবাজার প্রতিনিধিঃ
মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপন উপলক্ষে
জনসচেতনতামূলক সভা ও লিফলেট বিতরণ করা হয়েছে।

ব্যবস্থাপনায় বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি), বৃহস্পতিবার (২৬/ জুন) মৌলভীবাজারের জুড়ী উপজেলার ফুলতলা বিজিবি ক্যাম্পের আয়োজনে জনসচেতনতামূলক সভা ও লিফলেট বিতরণ ফুলতলা বাজারে বিকাল ৪ ঘটিকার সময় অনুষ্ঠিত হয়।

ফুলতলা ক্যাম্প কামান্ডার মো: জসিম উদ্দিনের সভাপতিত্বে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন, ফুলতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলিম সেলু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন পশ্চিম বটুলী সরকারি প্রথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: জালাল উদ্দীন, ফুলতলা বাজার জামে মসজিদের ইমাম মাওলানা শায়েখুল ইসলাম সাদী প্রমুখ। উপস্থিত ছিলেন গণমাধ্যম কর্মী ও এলাকায় অসংখ্য গণ্যমান্য ব্যক্তিবর্গ ।

বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)ব্যবস্থাপনায়, ৫২ বিজিবির আওতাধীন,বড়গ্রাম।লাতু। বিওসিটিলা, শিলুয়া। ফুলতলা ও
বিয়ানিবাজার আইডিয়াল কলেজিয়েট স্কুলে
মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপন উপলক্ষে জনসচেতনতামূলক সভা ও লিফলেট বিতরণ করেন।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী,সিগন্যালস, গণমাধ্যম কর্মীদেরকে জানান – সীমান্ত সুরক্ষায় বিজিবি সার্বক্ষণিক বিশেষ ভাবে নজরদারিতে রয়েছে।সীমান্তের প্রতিটি ইঞ্চি রক্ষা ও মাদকসহ চোরাচালান বন্ধ করতে বিজিবি দৃঢ় ও নির্ভীক।পরিবেশ সুরক্ষায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মীসহ সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments