জুলহাজ হোসেন মহাদেবপুর উপজেলা প্রতিনিধিঃ
নওগাঁর মহাদেবপুর উপজেলার ঘোষপাড়া সংলগ্ন ভোকেশনালের সামনের এক বাসায় পানি খাওয়ার কথা বলে বাসায় ঢুকে অভিনব কায়দায় স্বর্ণালংকার চুরি করেছে সংঘবদ্ধ চোর চক্র। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে উপজেলা সদরের ভকেশনাল পাড়ায়।
জানা গেছে, মালঞ্চ কিন্ডার গার্টেনের শিক্ষক ও ভকেশনাল পাড়ার বেলাল মাষ্টারের বাড়ীতে তিনজন যুবক এসে পানি খেতে চায়। এ সময় বেলাল মাষ্টারের স্ত্রী মোরশেদা বেগম দরোজা খুললে ওই যুবকরা মোরশেদা বেগমের মুখের সামনে একটি ব্যাগে রাখা বিস্কুটের প্যকেট ধরে।
মুখের সামনে বিস্কুটের প্যকেট ধরার সাথে সাথেই মোরশেদা বেগম নিজের উপর নিয়ন্ত্রন হারিয়ে ফেলেন। মোরশেদা বেগম জানান, এ সময় ওই যুবকদের কথামত তিনি নিজেই হাতের আংটি ও গলার চেইন খুলে তাদের হাতে তুলে দিয়ে তাদের সাথে বকের মোড়ে যান।
এরপর আর কিছু মনে নেই মোরশেদা বেগমের। বকের মোড়ে তার অসাভাবিক আচরণ দেখে পরিচিত লোকজন তাকে বাসায় নিয়ে আসে। বাসায় এসে স্বাভাবিক হওয়ার পর দেখেন তার বাসার অন্যান্য স্বর্ণালংকারও নেই। তার বাসায় আরো ৫ ভরি স্বর্ণালংকার ছিলো বলে জানান মোরশেদা বেগমের স্বামী বেলাল মাষ্টার।
বেলাল মাষ্টার বলেন, ওই বাসাতে তারা স্বামী-স্ত্রী বসবাস করেন। ঘটনার সময় তার স্ত্রী একাই বাসায় ছিলেন। মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মো: শাহীন রেজা(ওসি) ঘটনাস্থল পরিদশর্ন করে বলেন, সিসিটিভি ফুটেজ দেখে অপরাধীদের চিন্থিত করে গ্রেফতারের চেষ্টা চলছে।