মোহাম্মদসাইদঃ বুধবার (১৬ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন,মোঃ রমজান আলী (৩৫),খোলামুড়া শাক্তা, থানা-কেরাণীগঞ্জ মডেল, ২। নিজার আহম্মেদ রউফ (৫৭),জিনজিরা হ্যাউলি,৩। মোঃ আমজাদ হোসেন (৩৫),চর সোনাকান্দা,রুহিতপুর,৪মোঃরাশেদ(৩৪),পূর্বআকছাইল,কলাতিয়া, ৫। মোঃ নাহিদ হোসনে আহাদ (২৪)।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন বেবী-সিএনজি স্ট্যান্ড, সড়ক ও নদী পথে চাঁদা আদায়ের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তরিকুল ইসলাম।
তিনি জানান, এদের মধ্যে কেও প্রকাশ্যে চাঁদা আদায়ের সময় হাতেনাতে ধরা পড়ে। এ ঘটনায় আলাদা তিনটি মামলা দায়ের করা হয়েছে।
কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মনিরুল হক ডাবলু জানান, চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে থানা পুলিশ সচেষ্ট রয়েছে। এসব অপরাধ দমনে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।