
সুমন কুমার বুলেট নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁ জেলার বদলগাছী উপজেলায় একটি হিন্দু পরিবারের বাড়িতে ডাকাতির হয়েছে। অস্ত্রধারী ডাকাতরা পরিবারের সদস্যদের জিম্মি করে ১৫ হাজার টাকা, ১০ ভরি স্বর্ণালংকার ও অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায়।
বৃহস্পতিবার রাত দেড়টার দিকে উপজেলার দেউলিয়া গ্রামের পলাশ চন্দ্রের বাড়িতে এই ডাকাতি হয়। রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দেড়টার দিকে ৮-১০ জনের একটি ডাকাত দল বাড়ির প্রাচীর টপকে ভিতরে প্রবেশ করে। এসময় তারা পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ঘরে তল্লাশি চালিয়ে ১৫ হাজার টাকা, ৪ ভরি সোনা, ১টি মোবাইল ফোনসহ আরও কিছু মালামাল নিয়ে যায়। ডাকাতির সময় পরিবারের সদস্যরা চিৎকার করতে চাইলে তাদের অস্ত্রের ভয় দেখানো হয়।
ভুক্তভোগী পলাশ চন্দ্র জানান, তিনি ঘুমিয়ে ছিলেন। হঠাৎ কিছু লোক দরজার কাছে এসে পুলিশ বলে ডাকতে থাকে। দরজা খুলতেই তারা তাকে ধারালো হাসুয়া দিয়ে গলায় ধরে হাত-পা বেঁধে ফেলে। পরে তার স্ত্রী ও ছেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে ঘরে ঢুকে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নেয়। এরপর ডাকাতরা ছোট ভাই পবিত্রকে ও তার স্ত্রীকে জিম্মি করে ৬ ভরি সোনা লুট করে নেয়।
ভুক্তভোগী পবিত্র বলেন, “কয়েক মাস আগে আমি বিয়ে করেছি এবং এই স্বর্ণালংকার আমার শ্বশুরবাড়ি থেকে উপহার পেয়েছিলাম। এখন আমি সবকিছু হারিয়ে নিঃশেষ হয়ে গেছি।”
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। স্থানীয়রা অভিযোগ করেছেন, রাতের বেলা পর্যাপ্ত পুলিশি টহল না থাকায় এই ধরনের ঘটনা ঘটছে।
বদলগাছী থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। শুক্রবার সকালে পুলিশ সুপার সামিউল সারোয়ার স্যার ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। ডাকাতদের শনাক্ত করতে ইতিমধ্যে অভিযান শুরু হয়েছে।”
পুলিশ সুপার সামিউল সারোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ডাকাতদল দেয়াল টপকে বাড়িতে ঢুকে ডাকাতি করেছে। ইতিমধ্যে তদন্ত ও অভিযান শুরু হয়েছে। আমরা দ্রুত ডাকাতদের ধরতে কাজ করছি।”
ডাকাতির ঘটনায় পুরো গ্রামে আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত ডাকাতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।